কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের ৩৪ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করা ছয় নাগরিককে বিভিন্ন অপরাধে সাজাভোগের পর ফেরত নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিয়ানমারের একটি বিশেষ বিমানে তাঁদের হস্তান্তর করা হয়।
সম্প্রতি মিয়ানমার জান্তা সরকারের এই ৩৪ সেনা ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। এরপর তাঁদের বিজিবির হেফাজতে রাখা হয়। নাইক্ষ্যংছড়ি বিজিবি ক্যাম্প থেকে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিজিবির একটি বাসে করে তাঁদের কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে তাঁদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি, জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহেদুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩৪ সেনা ও বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে রাখাইন থেকে পালিয়ে আসা আরও ৭৫২ জনকে সেনা ও বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের তিন ধাপে ফেরত পাঠানো হয়। এ সময়ে মিয়ানমারের বিভিন্ন কারাগারে আটক থাকা ২১৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।
গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত শুরু হয়। প্রায় ১০ মাস লড়াইয়ের পর আরাকান আর্মি রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে মংডুসহ ১৪টিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের সঙ্গে থাকা বাংলাদেশের ২৭১ কিলোমিটার জল ও স্থল সীমান্ত দখলে নিয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের ৩৪ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করা ছয় নাগরিককে বিভিন্ন অপরাধে সাজাভোগের পর ফেরত নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিয়ানমারের একটি বিশেষ বিমানে তাঁদের হস্তান্তর করা হয়।
সম্প্রতি মিয়ানমার জান্তা সরকারের এই ৩৪ সেনা ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। এরপর তাঁদের বিজিবির হেফাজতে রাখা হয়। নাইক্ষ্যংছড়ি বিজিবি ক্যাম্প থেকে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিজিবির একটি বাসে করে তাঁদের কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে তাঁদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি, জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহেদুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩৪ সেনা ও বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে রাখাইন থেকে পালিয়ে আসা আরও ৭৫২ জনকে সেনা ও বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের তিন ধাপে ফেরত পাঠানো হয়। এ সময়ে মিয়ানমারের বিভিন্ন কারাগারে আটক থাকা ২১৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।
গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত শুরু হয়। প্রায় ১০ মাস লড়াইয়ের পর আরাকান আর্মি রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে মংডুসহ ১৪টিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের সঙ্গে থাকা বাংলাদেশের ২৭১ কিলোমিটার জল ও স্থল সীমান্ত দখলে নিয়েছে।
২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাড্ডা এলাকায় বের হলে তিনি পুলিশের গুলিতে আহত হন। একটি গুলি তাঁর ডান চোখের পাশে লেগে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগেস্থানীয়ভাবে ‘হোমিও চিকিৎসক’ হিসেবে পরিচিত মোসলেম আলির একটি দোকান রয়েছে, যার নাম ‘মাতৃশোধন হোমিও ফার্মেসি’। পুলিশ জানায়, ফার্মেসির আড়ালে তিনি বাড়িতে বসে এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি মিশিয়ে মদ তৈরি করতেন। শনিবার রাতে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
২৯ মিনিট আগেশনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
৩৪ মিনিট আগেসোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৬ ঘণ্টা আগে