Ajker Patrika

কড়া নিরাপত্তায় চট্টগ্রামে বর্ষবরণে মানুষের ঢল

চবি সংবাদদাতা ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২৩: ১৪
নগরীর সিআরবি শিরীষতলায় মানুষের ঢল। ছবি: আজকের পত্রিকা
নগরীর সিআরবি শিরীষতলায় মানুষের ঢল। ছবি: আজকের পত্রিকা

বর্ণাঢ্য আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নগরীর সিআরবি, শিল্পকলা একাডেমি, সিআরবি শিরীষতলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) বিভিন্ন স্থানে উৎসবের আয়োজন করা হয়। নতুন বছরকে বরণ করে নিতে এসব উৎসবে বাঙালি ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।

নববর্ষ উদ্‌যাপন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন সকাল সাড়ে ৭টায় মূল আয়োজন শুরু হয় বেহালাবাদনের মধ্য দিয়ে। অন্যান্য বারের তুলনায় এবার লোকসমাগম বেশি দেখা গেছে।

অন্যদিকে ‘পয়লা বৈশাখে হোক অঙ্গীকার আমাদের সংস্কৃতি, আমাদের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের বৈশাখী উৎসব।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শুরু হয়ে জারুলতলায় এসে শেষ হয়। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি, মেয়েদের বউচি, ব্যান্ড দল ‘সরলা’ এর পরিবেশনা, পুতুল নাচ, নাগরদোলা, বলি খেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব ঘিরে যাতে কোন সাংস্কৃতিক বিকৃতি না ঘটে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

আজকের বৈশাখের দিনে আমাদের উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সংস্কৃতিবানদের কাছে এমনটা দেখতে পাচ্ছি না। এদিনে শুধু একটিই গান শুনি-‘এসো হে বৈশাখ’। কেন বৈশাখের ওপরে কি দশ–বিশটা গান থাকতে পারে না?

নববর্ষ উদ্‌যাপনে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। ছবি: আজকের পত্রিকা
নববর্ষ উদ্‌যাপনে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, নিজস্ব সংস্কৃতির চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে চাই, নিজস্ব শেকড়ের গান রচনা করতে হবে। বৈশাখের চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ও সুস্থতার লালন করা।’

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। ছবি: আজকের পত্রিকা
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। ছবি: আজকের পত্রিকা

শিরীষতলায় দুপুরে এক ঘণ্টার বিরতির পর পুনরায় শুরু হয় অনুষ্ঠান। নগরী শিল্পকলা একাডেমিতে দুদিনের চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান চলছে। আজ শেষ দিনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন একাডেমির শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। ছবি: আজকের পত্রিকা
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। ছবি: আজকের পত্রিকা

নগরের জাতিসংঘ পার্কেও বর্ষবরণ উপলক্ষে পৃথক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফুলকি প্রাঙ্গণে চলছে তিন দিনের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ এর শেষ দিন।

নববর্ষ উদ্‌যাপনে আনন্দ শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা
নববর্ষ উদ্‌যাপনে আনন্দ শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের মঞ্চে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মঞ্চের কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। পরে ওই স্থানে বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব মোহাম্মদ আলী টিটু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত