Ajker Patrika

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৭
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উখিয়ার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চেকপোস্ট-সংলগ্ন রোহিঙ্গা বসতির একটি শেড থেকে আগুন লাগে।

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ও পার্শ্ববর্তী রামু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।’ 

বালুখালীর স্থানীয় বাসিন্দা ইব্রাহীম আজাদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছে। আমরা স্থানীয়রা রোহিঙ্গাদের সহযোগিতা করছি।’ 

এ বছর রোহিঙ্গা ক্যাম্পে এটি চতুর্থ অগ্নিকাণ্ডের ঘটনা। গত ১৭ জানুয়ারি উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যায় ৩০টি ঘর। একই মাসের ৯ তারিখে উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সাড়ে তিন হাজার রোহিঙ্গা। তার আগে ২ জানুয়ারি ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতালেও আগুন লাগে। এতে ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালের ৭০টি শয্যা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত