লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মো. ইসমাইল হোসেন সুজন (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় সুজন আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি পলাতক রয়েছেন। তবে খালাসপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ইসমাইল হোসেন সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ঘরোয়ার বাড়ির বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ধীতপুর গ্রামের রৌশন আক্তার লিপির সঙ্গে ইসমাইল হোসেন সুজনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর লিপি জানতে পারেন তাঁর স্বামী সুজন এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত। পরকীয়ার প্রতিবাদ করায় সুজন তাঁকে বিভিন্ন সময় মারধর করতেন।
২০২০ সালের ২ মে সকালে সুজনের সঙ্গে লিপির ঝগড়া হয়। দুপুরে ঘর থেকে লিপির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লিপির মা আলেয়া বেগম ওই দিন বাদী হয়ে ইসমাইল হোসেন সুজন ও তাঁর কথিত প্রেমিকার নামে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে লিপিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।
ময়নাতদন্তে লিপিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন আসে। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে আসামি ইসমাইল হোসেন সুজন ও তাঁর প্রেমিকাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মো. ইসমাইল হোসেন সুজন (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় সুজন আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি পলাতক রয়েছেন। তবে খালাসপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ইসমাইল হোসেন সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ঘরোয়ার বাড়ির বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ধীতপুর গ্রামের রৌশন আক্তার লিপির সঙ্গে ইসমাইল হোসেন সুজনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর লিপি জানতে পারেন তাঁর স্বামী সুজন এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত। পরকীয়ার প্রতিবাদ করায় সুজন তাঁকে বিভিন্ন সময় মারধর করতেন।
২০২০ সালের ২ মে সকালে সুজনের সঙ্গে লিপির ঝগড়া হয়। দুপুরে ঘর থেকে লিপির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লিপির মা আলেয়া বেগম ওই দিন বাদী হয়ে ইসমাইল হোসেন সুজন ও তাঁর কথিত প্রেমিকার নামে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে লিপিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।
ময়নাতদন্তে লিপিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন আসে। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে আসামি ইসমাইল হোসেন সুজন ও তাঁর প্রেমিকাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
২১ মিনিট আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
২৬ মিনিট আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩২ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩৮ মিনিট আগে