Ajker Patrika

সৌদিতে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে আ. লীগ নেতা জসিম আটক

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
সৌদিতে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে আ. লীগ নেতা জসিম আটক

অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ফেনী জেলা আ. লীগের সদস্য ও আদম ব্যবসায়ী জসিম উদ্দীন সাইদ (সিআইপি) ওরফে জেড ইউ সাইদকে আটক করেছে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা। গত ২৬ ফেব্রুয়ারি সৌদি গোয়েন্দা সংস্থা (নাজাহ) তাঁকে আটক করে। জসিম উদ্দীন সাইদ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে। 

সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের বাসা থেকে জসিম উদ্দিন সাইদকে আটক করে গোয়েন্দা সংস্থা (নাজাহা)। এর আগে একই অভিযোগে মো. আশরাফ নামে আরেক ব্যবসায়ীকে সস্ত্রীক আটক করা হয়। তার বাড়ি গাজীপুর জেলায়। 

আটকদের এখনো গোয়েন্দা সেলে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে তারা ঠিক কোথায় আছেন এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির কেউ নিশ্চিত করতে পারেননি। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ রয়েছেন। 

অভিযোগ রয়েছে আ. লীগের নেতা জসিমের কাছে অবৈধভাবে রাখা অন্তত ১০ মিলিয়ন রিয়াল গোয়েন্দারা জব্দ করেছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ চ্যানেলে বাংলাদেশে অর্থ লেনদেন করে আসছেন। 

এ বিষয়ে জসিম উদ্দীন সাইদের ছোট ভাই মেজবাহ উদ্দীন সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই গ্রেপ্তার হননি, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি বর্তমানে সৌদি আরবে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।’ 

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একেএম শহীদ খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার গ্রেপ্তার বা আটকের বিষয় তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন। 

জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘আর্থিক বিষয়ে জড়িত থাকার কারণে আমরা চাইলেও জসিম উদ্দীন সাইদকে কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না। তবে আমরা চেষ্টা চালাচ্ছি তাকে মুক্ত করার জন্য। তিনিসহ মোট ৮ বাংলাদেশি আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত আছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত