Ajker Patrika

নদভীর বিরুদ্ধে নির্বাচনে পাকিস্তানের নেটওয়ার্ক ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২১: ০৪
নদভীর বিরুদ্ধে নির্বাচনে পাকিস্তানের নেটওয়ার্ক ব্যবহারের অভিযোগ

চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে পাকিস্তানের আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে আসন্ন নির্বাচনে ব্যাপক সহিংসতা কর্মকাণ্ড ঘটানোর আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্রী প্রার্থী এমএ মোতালেব। আজ মঙ্গলবার এই ঘটনায় চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেব অভিযোগে বলেন, মোহাম্মদ আমিন নদভী নামের একজন পাকিস্তানি নাগরিক কয়েক দিন ধরে সাতকানিয়ায় অবস্থান করছেন। যিনি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে নির্বাচন মনিটরিং করছেন। নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক রোহিঙ্গা সন্ত্রাসীদের সাতকানিয়ায় এনে নির্বাচনে সংহিসতা সৃষ্টি, প্রাণনাশ ও নাশকতা সংঘটনসংক্রান্ত বৈঠক করেছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। 

এই ঘটনা দেশের প্রচলিত ফৌজদারি আইনে অপরাধ হিসেবে বিবেচিত। নদভী পাকিস্তানি এই নাগরিককে ভিসা পাইয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করেছিলেন। নদভী আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি বেআইনিভাবে তাঁর পাকিস্তানি বন্ধু আমিন নদভীকে বিশ্ববিদ্যালয়ে চাকরিসহ বিভিন্ন সুবিধা পাইয়ে দিয়েছেন—এমন সংবাদ দেশের পত্র-পত্রিকায় এসেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করেছেন ইউজিসি। 

পাসপোর্টের তথ্য অনুযায়ী, মোহাম্মদ আমিন নদভীর বাড়ি পাকিস্তানের করাচির লান্দিতে। তাঁকে ভ্রমণ ভিসা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করেছেন আবু রেজা মু. নেজামুদ্দিন। এতে প্রমাণিত হয় যে, মোহাম্মদ আমিন নদভী ও আবু রেজা মু. নেজামুদ্দিন পরস্পরের ঘনিষ্ঠজন। 

অভিযোগে মোতালেব আরও উল্লেখ করেন, মোহাম্মদ আমিন নদভীর সাতকানিয়ায় অবস্থানকালীন কক্সবাজার থেকে আন্তর্জাতিক রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসীদের ডেকে এনে মাদার্শা ইউনিয়নের একটি বাড়িতে একাধিক বৈঠক করেছেন। আসন্ন নির্বাচনে ব্যাপক সহিংসতা সৃষ্টি, নির্বাচনী প্রচারণায় যুক্ত নেতা জনপ্রতিনিধিদের টার্গেট করে প্রাণনাশ ও নাশকতার ছক তৈরি করে নির্বাচনে ভোটারদের মাঝে ভীতি ছড়ানোর মাধ্যমে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমানোর পরিকল্পনা করার অভিযোগ করা হয়। আমিন নদভী ছাড়াও জনৈক মোজাফফ্ফর নদভী ও আইআইইউসির কয়েকজন কর্মকর্তা, সাতকানিয়ার দুই জনপ্রতিনিধিও এ পরিকল্পনার সঙ্গে জড়িত আছেন বলে এলাকায় চাউর হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের নির্বাচনের প্রধান সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নদভী পাকিস্তানের নেটওয়ার্ক ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার পাঁয়তারা করছেন। তাঁর লক্ষ্য নির্বাচনে ব্যাপক সহিংসতা ঘটানো। এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। 

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান অভিযোগটি পেয়ে তদন্ত করছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

ইয়েমেনে ক্লিনিক খুলে ফেঁসে গেছেন ভারতীয় নার্স, এখন ফাঁসির অপেক্ষা

ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার আগে যেভাবে খোঁজ পেত মোসাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত