Ajker Patrika

আলীকদমে আগুনে পুড়ে ২ মদ্যপ যুবকের মৃত্যু, আহত ১ 

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৩৮
আলীকদমে আগুনে পুড়ে ২ মদ্যপ যুবকের মৃত্যু, আহত ১ 

বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের লাংড়ি মুরুং পাড়ায় আগুনে পুড়ে দুই মদ্যপ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় এ ঘটনা ঘটে। আলীকদম সেনা জোনের ওয়ারেন্ট অফিসার মো. ইকরাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আগুনে পুড়ে নিহত ব্যক্তিরা হলেন ধনরই ম্রো কারবারির ছেলে রেংনং ম্রো (৩৬) ও মৃত মারা ম্রোর ছেলে রিংরাও ম্রো (৩২)। আহত যুবকের নাম মেনরাই ম্রো (৪২)। মৃত ও আহত ব্যক্তিরা লাংড়ি ম্রো পাড়ারই বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আগুনে পুড়ে মারা যাওয়া উপজাতি যুবকেরা অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে কুপিবাতি নেভাতে ভুলে যান তাঁরা। পরে গভীর রাতে ঘরে থাকা কুপিবাতির (চেরাগ) পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর বাড়িতে আগুন লেগে তাঁরা মারা যান। নিহত ব্যক্তিরা অতিরিক্ত মদ্যপ থাকায় গভীর ঘুমে ছিলেন। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যান তাঁরা। এ ঘটনায় আহত ব্যক্তির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। 

এদিকে আহত ব্যক্তিকে আলীকদম হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

 ১ নম্বর সদর ইউপির চেয়ারম্যান নাছির উদ্দীন আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, শীতের গভীর রাত হওয়ায় অধিকাংশ এলাকাবাসী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার ব্যাপারে কেউ টের পায়নি। তাই তাদের সহজে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ঘটনাস্থলে দুজন পুড়ে মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত