Ajker Patrika

প্রেমের টানে পেরু থেকে বাংলাদেশে তরুণী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৫: ০৭
প্রেমের টানে পেরু থেকে বাংলাদেশে তরুণী

নোয়াখালীর চাটখিলে প্রেমের টানে এসে ঘর বাঁধলেন ল্যাটিন আমেরিকার দেশ পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডো (৩৩)। ভালোবেসে তিনি বিয়ে করলেন চাটখিলের ঘাটলাবাগ এলাকার বারাই বাড়ির নুর আলমের ছেলে মো. আরমান হোসেনকে। আরমান বাংলাদেশ পুলিশে ব্রাহ্মণবাড়িয়ায় কনস্টেবল পদে কর্মরত।

গতকাল বৃহস্পতিবার রাতে কারাঞ্জা সাওসিডোরকে নিয়ে নিজ বাড়ি আসেন আরমান। প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করায় এই নববধূকে দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ।

জানা গেছে, ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে আরমানের সঙ্গে পরিচয় হয় পেরুর তরুণী কারাঞ্জা সাওসিডোর। পরিচয় থেকে বন্ধুত্ব গড়ায় ভালোবাসার সম্পর্কে। ছয় বছরের ভালোবাসা এবার বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে পূর্ণতা পায়। নোয়াখালীর তরুণ আরমানের টানে পেরু থেকে গত ২ জুলাই বাংলাদেশে ছুটে আসেন কারাঞ্জা সাওসিডোর।

এ বিষয়ে জানতে চাইলে আরমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত ২ জুলাই বাংলাদেশে এলে তিনি কারাঞ্জাকে রিসিভ করেন। পরে ঢাকায় এক আত্মীয়ের বাসায় বিয়ের কাজ সম্পন্ন করে নববধূকে নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে চাটখিলে গ্রামের বাড়ি আসেন। তাঁরা এখন সুখে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত