Ajker Patrika

কমলনগরের চরমার্টিন চৌধুরী বাজার উচ্চবিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা। 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
Thumbnail image

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন উচ্চবিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

আজ শনিবার সকালে ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক/কর্মচারীদের আয়োজনে এ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে শুরু হয়ে চৌধুরী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহমেদ উল্যাহ সবুজ সভাপতিত্ব করেন।

বক্তব্য দেন কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য হারুনুর রশিদ ডিলার, চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, চরমার্টিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইমান আলী, মো. ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন সোহেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত