ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দেশে নরকের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই শাসনের অবসান ঘটেছে।’
আজ মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা বানভাসিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ছাত্রলীগ, যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। এখন দেশে শেখ হাসিনার সেই পুলিশ নেই, সেই তাণ্ডব নেই। মানুষ আজ নির্ভয়ে ও স্বাধীনভাবে বসবাসযোগ্য একটি দেশ পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি আইনের শাসন চায়। শেখ হাসিনার ওই নরকের শাসন যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ দখলদারি, ভাঙচুর ও মানুষের বাড়িঘর লুটপাট করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা শিকদার।
উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন জসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুর বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম খোকন, সহসভাপতি তাহমিনা হক পপি, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দেশে নরকের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই শাসনের অবসান ঘটেছে।’
আজ মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা বানভাসিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ছাত্রলীগ, যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। এখন দেশে শেখ হাসিনার সেই পুলিশ নেই, সেই তাণ্ডব নেই। মানুষ আজ নির্ভয়ে ও স্বাধীনভাবে বসবাসযোগ্য একটি দেশ পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি আইনের শাসন চায়। শেখ হাসিনার ওই নরকের শাসন যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ দখলদারি, ভাঙচুর ও মানুষের বাড়িঘর লুটপাট করে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা শিকদার।
উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন জসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুর বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম খোকন, সহসভাপতি তাহমিনা হক পপি, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ।
রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
৬ মিনিট আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
৯ মিনিট আগেপাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশীকে (৭৭) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক।
১৪ মিনিট আগেরাজধানীর হাজারীবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয় দেওয়া শাহাদাত রহমান রোহানের নামে কামরাঙ্গীরচর থানায় ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। তবে রোহান এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি বানোয়াট ও সাজানো। তিনি তরুণীকে চেনেন না।
১৫ মিনিট আগে