Ajker Patrika

চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদে মন্ত্রণালয়কে বিএইচআরএফের চিঠি

অনলাইন ডেস্ক
চন্দনাইশের ৩১টি ইটভাটার মধ্যে ২৫টিই অবৈধ। ছবি: বিজ্ঞপ্তি
চন্দনাইশের ৩১টি ইটভাটার মধ্যে ২৫টিই অবৈধ। ছবি: বিজ্ঞপ্তি

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংস্থাটি পরিবেশ সচিব ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ‘ডিমান্ড অব জাস্টিস’ নোটিশ প্রসঙ্গে তাগাদাপত্র দিয়েছে।

গত সোমবার (২৪ ফেরুয়ারি) বিএইচআরএফ মহাসচিব এ এম জিয়া আহসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর এই তাগাদাপত্র দেন।

চন্দনাইশের ৩১টি ইটভাটার মধ্যে ২৫টিই অবৈধ। এসব ইটভাটায় আবাদি জমির টপ সয়েল ও পাহাড়ি মাটি ব্যবহার করা হচ্ছে, বন উজাড় করে ইট পোড়ানো হচ্ছে। এতে মাটি হারাচ্ছে উর্বরতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ ও প্রকৃতি।

চন্দনাইশের ৩১টি ইটভাটার মধ্যে ২৫টিই অবৈধ। ছবি: বিজ্ঞপ্তি
চন্দনাইশের ৩১টি ইটভাটার মধ্যে ২৫টিই অবৈধ। ছবি: বিজ্ঞপ্তি

২০২৩ সালের ১২ মার্চ পরিবেশ অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসন অভিযান চালায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন আহমেদের মালিকানাধীন এসএবি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ২৯ মে উপজেলা প্রশাসন ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেয়। কিন্তু পরবর্তীতে আবারও অবৈধ ইটভাটার কার্যক্রম শুরু হয়।

২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে সব অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেয়। বিএইচআরএফ প্রশাসনের প্রতি ত্বরিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত