দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গাড়িবহরে থাকা গাড়ির ধাক্কায় আইয়ুব আলী (৬০) নামের এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাঁর দুই পা ভেঙে গেছে এবং তিনি মাথায় আঘাত পেয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে দাগনভূঞা থেকে সোনাগাজী যাওয়ার পথে ফাজিলের ঘাট রোডের রামানন্দপুর গ্রামের কালারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
জানা গেছে, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে দাগনভূঞা বাজারে অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের চেম্বারে চা-চক্রে অংশ নেন। পরে নিজ বাড়ি সোনাগাজী উপজেলায় যাচ্ছিলেন তিনি।
আহত আইয়ুব আলী জানান, রাত ৮টার কিছু আগে তিনি তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে দাগনভূঞা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সংসদ সদস্যের গাড়ি তাঁর অটোরিকশাকে পার করে চলে যাওয়ার পর বহরের পেছনে থাকা একটি গাড়ি তাঁর রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান। তাঁর রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা মঞ্জু জানান, সংসদ সদস্যের বহরের পেছনের গাড়িটি দ্রুতগতিতে চলছিল। যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
সংসদ সদস্য মাসুদ উদ্দীন চৌধুরীর এপিএস শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে আসার অনেক পরে দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। দুর্ঘটনায় আহত ব্যক্তির সব চিকিৎসা ব্যয় আমাদের সংসদ সদস্য বহন করবেন।’
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক আইয়ুব আলীর দুটি পা ভেঙে গেছে এবং তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁর অবস্থার অবনতি দেখে আমরা ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি।’
ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গাড়িবহরে থাকা গাড়ির ধাক্কায় আইয়ুব আলী (৬০) নামের এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাঁর দুই পা ভেঙে গেছে এবং তিনি মাথায় আঘাত পেয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে দাগনভূঞা থেকে সোনাগাজী যাওয়ার পথে ফাজিলের ঘাট রোডের রামানন্দপুর গ্রামের কালারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
জানা গেছে, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে দাগনভূঞা বাজারে অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের চেম্বারে চা-চক্রে অংশ নেন। পরে নিজ বাড়ি সোনাগাজী উপজেলায় যাচ্ছিলেন তিনি।
আহত আইয়ুব আলী জানান, রাত ৮টার কিছু আগে তিনি তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে দাগনভূঞা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সংসদ সদস্যের গাড়ি তাঁর অটোরিকশাকে পার করে চলে যাওয়ার পর বহরের পেছনে থাকা একটি গাড়ি তাঁর রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান। তাঁর রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা মঞ্জু জানান, সংসদ সদস্যের বহরের পেছনের গাড়িটি দ্রুতগতিতে চলছিল। যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
সংসদ সদস্য মাসুদ উদ্দীন চৌধুরীর এপিএস শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে আসার অনেক পরে দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। দুর্ঘটনায় আহত ব্যক্তির সব চিকিৎসা ব্যয় আমাদের সংসদ সদস্য বহন করবেন।’
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক আইয়ুব আলীর দুটি পা ভেঙে গেছে এবং তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁর অবস্থার অবনতি দেখে আমরা ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি।’
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
১ মিনিট আগেশেখ হাসিনার পতনের আগের দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে তাঁকে রক্ষার নানা কৌশল গ্রহণ করেন শিক্ষক-কর্মকর্তারা। বিশেষ করে ৫ আগস্ট সকালে শেখ হাসিনার পক্ষে মানববন্ধনের সিদ্ধান্তও হয়।
৮ মিনিট আগেকুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
২৯ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
৩২ মিনিট আগে