Ajker Patrika

বুড়িচংয়ে গাড়ি চাপায় নিহত ১ 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচংয়ে গাড়ি চাপায় নিহত ১ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে গাড়ি চাপায় আলতাব হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলতাব হোসেন রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কের কালাকচুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকামুখী অজ্ঞাত গাড়ি আলতাব হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

উপপরিদর্শক আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। চাপা দেওয়া গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত