নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় কাটার সময় ধসে পড়ে খোকা (৪৫) নামে এক শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে আকবর শাহ বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধারের পর চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’ উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসের ঘটনায় দুজনকে চমেক হাসপাতালে আনার পর খোকা নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিমের নির্দেশে চার থেকে পাঁচজন শ্রমিক পাহাড় কাটছিল। পরে পাহাড় ধসের ঘটনাটি ঘটে।
নগরীর আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কাটার সময় ধসে পড়েছিল। আমরা এখন ঝামেলায় আছি। পরে বিস্তারিত বলা যাবে।’
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি সেখানে পাহাড় কেটে রাস্তা তৈরির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে সাত দিনের কারাদণ্ড ও একটি স্কেভেটর জব্দ করা হয়।’ স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে ওই পাহাড়টি কাটা হচ্ছিল বলে জানান তিনি।
এদিকে পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় কাটার সময় ধসে পড়ে খোকা (৪৫) নামে এক শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে আকবর শাহ বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধারের পর চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’ উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসের ঘটনায় দুজনকে চমেক হাসপাতালে আনার পর খোকা নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিমের নির্দেশে চার থেকে পাঁচজন শ্রমিক পাহাড় কাটছিল। পরে পাহাড় ধসের ঘটনাটি ঘটে।
নগরীর আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কাটার সময় ধসে পড়েছিল। আমরা এখন ঝামেলায় আছি। পরে বিস্তারিত বলা যাবে।’
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি সেখানে পাহাড় কেটে রাস্তা তৈরির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে সাত দিনের কারাদণ্ড ও একটি স্কেভেটর জব্দ করা হয়।’ স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে ওই পাহাড়টি কাটা হচ্ছিল বলে জানান তিনি।
এদিকে পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
৪২ মিনিট আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
৪৪ মিনিট আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে