Ajker Patrika

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

লক্ষ্মীপুর ও কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২১: ০৬
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজা।  ছবি: সংগৃহীত
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজাকে দ্বিতীয় স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে শুনানি শেষে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ মোরশেদ আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাদীপক্ষের যৌতুক মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজাকে কারাগারে পাঠানো হয়েছে। এতে আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি।’

মামলা সূত্রে জানা যায়, ৩ বছর আগে আসিফ রেজা কমলনগর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন। যোগদানের পর হাজিরহাট ইউনিয়নের এক গৃহবধূকে তিনি কৃষাণী গ্রুপের সভাপতি নির্বাচিত করেন। এর সুবাদে ওই গৃহবধূর বাড়িতে আসা-যাওয়া করেন আসিফ।

গৃহবধূকে সভাপতি বানানোর পর তাঁকে মোটরসাইকেলে করে বিভিন্ন প্রোগ্রামে নেন আসিফ। এর সুবাদে তাঁদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। এদিকে আসিফের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, জেলা ও বিভাগীয় অফিসে তথ্য দিয়ে রেখেছি। যাবতীয় ডকুমেন্টস পেলে অফিশিয়ালি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত