Ajker Patrika

নোয়াখালীতে ৬ জুয়াড়ি আটক 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ৬ জুয়াড়ি আটক 

নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।     

আজ বুধবার সকালে তাঁদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার আলমগীর মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক হলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল খায়েরের ছেলে সোহাগ (৪৩), মমিন উল্ল্যার ছেলে বেলাল (৪০), আবুল হাশেমের ছেলে আমির হোসেন (৪৮), ইউনুসের ছেলে হারুনুর রশিদ (৪২), মোস্তফা মিয়ার ছেলে আব্দুল মতিন (৪৮) ও জালাল আহম্মদের ছেলে গিয়াস উদ্দিন (৪০)।     

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর আজিমের স্টোরের পাশে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। 

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত