Ajker Patrika

পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকলেন নারী, পরে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট

আখাউড়া প্রতিনিধি 
আপডেট : ২৩ মে ২০২৫, ১৭: ২৭
স্বর্ণালংকার লুট করে পালানোর সময় সাইফুল ইসলাম শাহীন এবং তাঁর স্ত্রী পরিচয় দেওয়া সুমাইয়াকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা
স্বর্ণালংকার লুট করে পালানোর সময় সাইফুল ইসলাম শাহীন এবং তাঁর স্ত্রী পরিচয় দেওয়া সুমাইয়াকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। লুট করে পালানোর সময় স্থানীয় বাসিন্দাদের হাতে এক যুবক ও এক নারী আটক হন।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার সাইফুল ইসলাম শাহীন (২৪) এবং তাঁর স্ত্রী পরিচয় দেওয়া সুমাইয়া। তাঁরা আখাউড়ায় কলেজপাড়ায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে এক নারী পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। জুমার নামাজের জন্য ওই বাড়ির পুরুষেরা তখন মসজিদে ছিলেন। ঘরে কেবল গৃহবধূই ছিলেন। ওই নারী পানি চেয়ে ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। ওই যুবক দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তাঁর হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর তাঁরা ঘরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন। গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে ধরে ফেলেন এবং পরে তাঁদের আখাউড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। আটকের সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা তাঁরা গৃহবধূকে ভয় দেখাতে ব্যবহার করেছিলেন বলে জানা গেছে।

সাইফুল ইসলাম ও সুমাইয়া। ছবিটি আটককৃতদের মানিব্যাগে মিলে।
সাইফুল ইসলাম ও সুমাইয়া। ছবিটি আটককৃতদের মানিব্যাগে মিলে।

বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, ‘জুমার নামাজে সবাই মসজিদে ছিলাম। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে অপরাধীরা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। আমার স্ত্রী চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এসে তাদের আটক করে। কিছু মালামাল উদ্ধার হলেও এখনো অনেক কিছু পাওয়া যায়নি।’ আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

ইসলামী ব্যাংকে লুটপাট: শুধু খাতুনগঞ্জ শাখার ক্ষতি পোষাতেই লাগবে ১৩ বছর

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত