Ajker Patrika

দুদকের মামলায় কৃষি অফিসের কর্মচারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৯: ০০
শাহনাজ পারভীন। ছবি: সংগৃহীত
শাহনাজ পারভীন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিভাগীয় বিশেষ জজ আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

অভিযুক্ত শাহনাজ পারভীন (৫৫) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালকের কার্যালয়ের প্রধান সহকারী হিসেবে কর্মরত। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম কড়লডেঙ্গা এলাকার বাসিন্দা।

এর আগে গতকাল সোমবার নগরের ডবলমুরিং এলাকা থেকে শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আসামি শাহনাজ পারভীন পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে তোলা হয়। পরে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

২০২৩ সালের ১৭ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী শাহনাজ পারভীন ও তাঁর স্বামী বন বিভাগের কর্মচারী সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক।

দুদক চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিচালক আবদুল মালেক বাদী হয়ে মামলাটি করেন। দুদকের মামলার অভিযোগে বলা হয়, শাহনাজ পারভীন ১৯৯১ সালে অফিস সহকারী পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগ দেন। তাঁর দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে দুদক জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৭ লক্ষ ৯ হাজার ১৮৮ টাকা সম্পদ অর্জন ও ২ লক্ষ ২ হাজার ২৪৩ টাকা গোপনের তথ্য পায়।

অন্যদিকে তাঁর স্বামী সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫১ লাখ ৩৩ হাজার ৮৩৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায়। তদন্ত শেষে চলতি বছর ১২ মার্চ আদালতে মামলাটির চার্জশিট দাখিল করে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত