Ajker Patrika

কুমিল্লায় সিএনজি-অটোরিকশার সংঘর্ষে দিনমজুর নিহত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ২০: ২৩
কুমিল্লায় সিএনজি-অটোরিকশার সংঘর্ষে দিনমজুর নিহত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আবদুল কুদ্দুস (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টায় কুমিল্লা মিরপুর সড়কের উপজেলা সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবদুল কুদ্দুস উপজেলার নাগাইশ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

আবদুল কুদ্দুসের চাচাতো বোন মোসা. তাসফিয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দুপুরে আমার বড় ভাই আবদুল কুদ্দুস বাড়ি থেকে উপজেলা সদরের উদ্দেশে বের হন। পরে বেলা দেড়টায় আমরা জানতে পারি, ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।’ 

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, কুমিল্লা মিরপুর সড়কের নন্দীপাড়া এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আবদুল কুদ্দুস আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা সদরের একটি হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজকের পত্রিকাকে জানান, ‘প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে আবদুল কুদ্দুসকে আমরা মৃত পাই। আমাদের ধারণা, তিনি ঘটনাস্থলেই মারা যান।’ 
 
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত