চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে আলিম মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনের ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় অনুষ্ঠান বর্জন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। এই নিয়ে হইহুল্লোড় সৃষ্টি হলে একপর্যায়ে দলীয় নেতা-কর্মীরা সভার ব্যানার ছিঁড়ে ফেলেন।
আজ শুক্রবার উপজেলার দোহাজারী পৌরসভা এলাকার হাছনদণ্ডী এম রহমান মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার শিক্ষার মানোন্নয়নে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে চারতলা ভবন করে দিয়েছে। অথচ সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নাই। এ কারণে আজকের অনুষ্ঠান আমি বর্জন করলাম।’
উপজেলার দোহাজারী পৌর এলাকার হাছনদণ্ডী এম রহমান আলিম মাদ্রাসার চারতলা নতুন একাডেমিক ভবনটি চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। আজ (শুক্রবার) স্থানীয় সংসদ সদস্য নতুন এই একাডেমিক ভবন উদ্বোধন করেন। এরপর মাদ্রাসা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে টানানো ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় স্থানীয় নেতারা এই নিয়ে হইহুল্লোড় সৃষ্টি করেন। একপর্যায়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলেন।
স্থানীয়রা জানান, আজ হাছনদণ্ডী এম রহমান আলিম মাদ্রাসার চারতলা নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ এইচ এম রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথি পৌর মেয়র লোকমান হাকিমের নাম ব্যানারে ছিল।
দোহাজারী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন মাম্মদ বলেন, ‘জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাদ্রাসায় কিছু শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য আছে। তাদের প্ররোচনায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ও সংসদ সদস্যর ছবি নেই। এ কারণে সংসদ সদস্য অনুষ্ঠান বর্জন করেছেন।’
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ এইচ এম রফিকুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চট্টগ্রাম শহরে থাকি। কমিটির অন্য সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই ভুলটা করেছে। তা ছাড়া আমি সংসদ সদস্য আসার একটু আগে শহর থেকে সভাস্থলে উপস্থিত হই।’
চট্টগ্রামের চন্দনাইশে আলিম মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনের ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় অনুষ্ঠান বর্জন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। এই নিয়ে হইহুল্লোড় সৃষ্টি হলে একপর্যায়ে দলীয় নেতা-কর্মীরা সভার ব্যানার ছিঁড়ে ফেলেন।
আজ শুক্রবার উপজেলার দোহাজারী পৌরসভা এলাকার হাছনদণ্ডী এম রহমান মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার শিক্ষার মানোন্নয়নে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে চারতলা ভবন করে দিয়েছে। অথচ সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নাই। এ কারণে আজকের অনুষ্ঠান আমি বর্জন করলাম।’
উপজেলার দোহাজারী পৌর এলাকার হাছনদণ্ডী এম রহমান আলিম মাদ্রাসার চারতলা নতুন একাডেমিক ভবনটি চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। আজ (শুক্রবার) স্থানীয় সংসদ সদস্য নতুন এই একাডেমিক ভবন উদ্বোধন করেন। এরপর মাদ্রাসা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে টানানো ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় স্থানীয় নেতারা এই নিয়ে হইহুল্লোড় সৃষ্টি করেন। একপর্যায়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলেন।
স্থানীয়রা জানান, আজ হাছনদণ্ডী এম রহমান আলিম মাদ্রাসার চারতলা নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ এইচ এম রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথি পৌর মেয়র লোকমান হাকিমের নাম ব্যানারে ছিল।
দোহাজারী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন মাম্মদ বলেন, ‘জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাদ্রাসায় কিছু শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য আছে। তাদের প্ররোচনায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ও সংসদ সদস্যর ছবি নেই। এ কারণে সংসদ সদস্য অনুষ্ঠান বর্জন করেছেন।’
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ এইচ এম রফিকুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চট্টগ্রাম শহরে থাকি। কমিটির অন্য সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই ভুলটা করেছে। তা ছাড়া আমি সংসদ সদস্য আসার একটু আগে শহর থেকে সভাস্থলে উপস্থিত হই।’
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৫ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৬ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৬ ঘণ্টা আগে