Ajker Patrika

কুমিল্লায় ‘কর্মসূচিতে যাওয়ার পথে’ এক শিক্ষার্থী গুলিবিদ্ধ

কুবি প্রতিনিধি
কুমিল্লায় ‘কর্মসূচিতে যাওয়ার পথে’ এক শিক্ষার্থী গুলিবিদ্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করতে আসার পথে আশরাফুল ইসলাম নাইম (১৮) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক কামরুল হাসান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। 

কামরুল হাসান বলেন, গুলিটি আশরাফুল ইসলামের বাঁ পায়ের হাঁটুর নিচে লেগেছে। পায়ের হাড় ভেঙে গুলিটি ভেতরে রয়ে গেছে। এ মুহূর্তে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে পরবর্তী ধাপে পায়ে অপারেশন করা হবে। 

সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ময়নামতি জাদুঘরের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত আশরাফুল ইসলাম। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে। 

হাসপাতালে গিয়ে দেখা যায়, ক্যাজুয়ালটি বিভাগের একটি শয্যায় শুয়ে আছেন আশরাফুল। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। 

আশরাফুল ইসলাম জানান, আন্দোলনে যোগ দিতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়মুখী সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শুনে দৌড় দেন। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। পরে বাঁ পা অবশ হয়ে গেলে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর দেখেন তাঁর সেলফোনটি নেই। এক পায়ে ভর দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। 

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘আশরাফুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা জেনেছি। তবে কে বা কারা গুলি করেছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত