নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: পাঁচ বছর আগে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে পাঁচ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালত এলাকায় আনা হয়েছে। সকাল ১১ টার দিকে তাঁকে আদালতে এনে অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে বসিয়ে রাখা হয়। কিন্তু পুলিশের কেউই এ ব্যাপারে মুখ খুলছে না।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক সহকারী কমিশনার আজকের পত্রিকাকে বলেন, বাবুল আক্তার আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিতে পারেন। তিনি জবানবন্দি দিতে এখনও পুরোপুরি রাজি হননি। জবানবন্দি না দিলে আবারও তাঁর রিমান্ড চাওয়া হতে পারে।
গত বুধবার দুপুরে বাবুল আক্তারের শ্বশুর ও মাহমুদা খাতুন মিতুর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকেলে তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে ২০১৬ সালের ৫ জুন বাবুল আক্তারের দায়ের করা মামলায় সব অভিযুক্তদের অব্যাহতি দিয়ে বুধবার দুপুরে সিএমএম আদালতে ৫৭৫ পাতার ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন পিআইবি।
প্রসঙ্গত ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭ টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মটরসাইকেলযোগে তাঁরা পালিয়ে যায়। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে ঢাকায় অবস্থান করছিলেন। তাঁর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশের হাত ঘুরে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বুধবার ১২ মে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়।
চট্টগ্রাম: পাঁচ বছর আগে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে পাঁচ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আদালত এলাকায় আনা হয়েছে। সকাল ১১ টার দিকে তাঁকে আদালতে এনে অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের (প্রসিকিউশন) কক্ষে বসিয়ে রাখা হয়। কিন্তু পুলিশের কেউই এ ব্যাপারে মুখ খুলছে না।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক সহকারী কমিশনার আজকের পত্রিকাকে বলেন, বাবুল আক্তার আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিতে পারেন। তিনি জবানবন্দি দিতে এখনও পুরোপুরি রাজি হননি। জবানবন্দি না দিলে আবারও তাঁর রিমান্ড চাওয়া হতে পারে।
গত বুধবার দুপুরে বাবুল আক্তারের শ্বশুর ও মাহমুদা খাতুন মিতুর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকেলে তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে ২০১৬ সালের ৫ জুন বাবুল আক্তারের দায়ের করা মামলায় সব অভিযুক্তদের অব্যাহতি দিয়ে বুধবার দুপুরে সিএমএম আদালতে ৫৭৫ পাতার ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন পিআইবি।
প্রসঙ্গত ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭ টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর মটরসাইকেলযোগে তাঁরা পালিয়ে যায়। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে ঢাকায় অবস্থান করছিলেন। তাঁর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশের হাত ঘুরে বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বুধবার ১২ মে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
৩ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
৩৬ মিনিট আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
৪০ মিনিট আগেপাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশীকে (৭৭) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক।
৪৪ মিনিট আগে