Ajker Patrika

চকরিয়ায় পিকআপচাপায় ৬ ভাই নিহত: চালকের আমৃত্যু কারাদণ্ড 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৩, ১৮: ০০
চকরিয়ায় পিকআপচাপায় ৬ ভাই নিহত: চালকের আমৃত্যু কারাদণ্ড 

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় ছয় ভাই নিহতের ঘটনায় গাড়িচালককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছেন। 

আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডিত আসামি সাহিদুল ইসলাম ওরফে সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরপাড়া এলাকার আলী জাফরের ছেলে। 

মামলার নথির বরাত দিয়ে ফরিদুল আলম বলেন, ২০২২ সালের ৩০ জানুয়ারি চকরিয়ার মালুমঘাট এলাকার সুরেশ চন্দ্র সুশীলের মৃত্যু হয়। বাবা সুরেশের ক্ষৌরকর্ম অনুষ্ঠান করতে ৮ ফেব্রুয়ারি ভোরে বাড়ির অদূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হয়ে নার্সারি গেটে যান সাত ভাই ও দুই বোন। শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির পিকআপ তাঁদের চাপা দেয়। 
 
এতে সাত ভাইবোন ডা. অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল গুরুতর জখম হয়। এ সময় তাঁরা চিৎকার করলে মৃত্যু নিশ্চিত করার জন্য চালক গাড়ি পেছনে নিয়ে পুনরায় অপর ভাই রক্তিম সুশীলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় ছয় ভাই মারা যান। 

পিপি ফরিদুল বলেন, এ ঘটনায় নিহতদের ভাই প্লাবন সুশীল ৮ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চালক সাইফুলকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেন আদালত। 

রায় প্রদানকালে বিচারক বলেছেন, দ্রুতগামী পিকআপের চাপায় কয়েকজন আহত হলেও চালক গাড়ি থামিয়ে পেছনে এসে আবার আহতের চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছেন। যা স্বেচ্ছায়-স্বজ্ঞানে করেছেন চালক। রায় ঘোষণার সময় আসামি সাইফুল আদালতে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত