Ajker Patrika

কক্সবাজারে ট্রাকচাপায় সেনাসদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২২: ১৮
কক্সবাজারে ট্রাকচাপায় সেনাসদস্য নিহত

কক্সবাজারের রামুতে মালবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান (২৯) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাকমারকুল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সেনাসদস্য রংপুর জেলার মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরে কর্মরত ছিলেন। 

রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আতিকুরসহ কয়েকজন কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। কক্সবাজার থেকে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

এতে গুরুতর আহত হন তিনিসহ অপর আরোহী। হাসপাতালে নেওয়ার পর মারা যান সেনা সদস্য আতিক। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, ‘এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত