Ajker Patrika

হলের গেটে চবি শিক্ষার্থীদের অবস্থান

চবি সংবাদদাতা
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন পেয়েও প্রশাসন তা বাতিল করায় কাঁথা-বালিশ নিয়ে হল গেটে অবস্থান করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে হলটির প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। হলে না ওঠানো পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

জানা গেছে, দীর্ঘ ৮ বছর পর গত বৃহস্পতিবার শহীদ মো. ফরহাদ হোসেন হল উদ্বোধন ও আবাসিক কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে অনলাইনে শিক্ষার্থীদের আবেদন চাওয়া হয়। আইসিটি সেল কর্তৃক আবেদনকারীদের ফলাফল দেওয়া হয়। হলটিতে সিটের সংখ্যা ৭০০। এর মধ্যে ৫৩০ জন শিক্ষার্থীর হলে সিট নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের অধিকাংশ হলটিতে উঠেছেন। ভাইভাতে বাকি ১৭০ জন শিক্ষার্থীর সিট স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে অবস্থানরত শিক্ষার্থীরা বলছেন, ‘শিক্ষাবর্ষ নিয়ে প্রশাসন যে সমস্যার কথা জানিয়ে আমাদের সিট স্থগিত রেখেছে, আসলে এতে আমাদের কোনো ভুল ছিল না। আবেদন ফরম অনুযায়ী আমাদের সবকিছু শতভাগ সঠিক। পরে প্রশাসন থেকে এ বিষয়ে যৌক্তিক সমাধানের কথা জানালেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তাই এর সুষ্ঠু বিচার চেয়ে আমাদের অবস্থান।’

কর্মসূচিতে অংশ নেওয়া ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম বলেন, ‘প্রশাসনের দেওয়া ফরম অনুযায়ী সঠিক নিয়মে আবেদন করে মেধার ভিত্তিতে আমি সিট বরাদ্দ পেয়েছি। এরপর সাক্ষাৎকারে হঠাৎ শিক্ষাবর্ষ-সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে আমাদের সিট স্থগিত করে দেয়। সমস্যার সমাধানে প্রভোস্ট থেকে আইসিটি সেল হয়ে প্রক্টর অফিস, প্রো ভিসি অফিসে গত ১৩ এপ্রিল থেকে এখন অবধি চরকির মতো ঘোরানো হচ্ছে আমাদের। প্রশাসন থেকে সমাধানের আশ্বাস দিলেও তার কোনো অগ্রগতি নেই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘তারা আবেদনে একটি ভুল করেছে। আমরা সমাবর্তনের পর তাদের হলে ওঠাব বলেছি। সমাবর্তনের আগেই এই সমস্যা আমরা সমাধান করব। এখন তারা কেন অবস্থান কর্মসূচি করছে, আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত