Ajker Patrika

অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করা ২২ রোহিঙ্গা ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি
অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করা ২২ রোহিঙ্গা ৩ দিনের রিমান্ডে

মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকে পড়া ২৩ রোহিঙ্গার মধ্যে ২২ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।  

গ্রেপ্তারের পর কারাগারে থাকা মো. সাদেক নামে এক আসামি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রিমান্ডের অনুমতি দেননি বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. নাছির উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের পালংখালী বিওপির নায়েব সুবেদার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে দায়ের করা অস্ত্র মামলায় ২৩ জনকে গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে আদালতে আনা হয়েছিল। আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আজ সোমবার শুনানি শেষে ২২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

নাছির উদ্দিন বলেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে অস্ত্রসহ গ্রেপ্তার এই ২৩ জনই রোহিঙ্গা। তাঁরা উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে তাদের মিয়ানমারে যাওয়ার কথা নয়। কিন্তু কি কারণে, কেন তারা মিয়ানমারে গেল এবং অস্ত্র কোথায় পেল- এসব বিষয় জানতেই জিজ্ঞাসাবাদ জরুরি। 

গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমারের সংঘাতের মধ্যে পালিয়ে আসা বিজিপি সদস্যের পাশাপাশি অস্ত্রধারী এসব রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। পরে ৯ ফেব্রুয়ারি বিজিবি বাদী হয়ে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত