নোয়াখালী প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে সালাউদ্দিন রায়হান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে নিহতের মরদেহ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন।
নিহত সালাউদ্দিন রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মতিপুর গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রায়হান। সালাউদ্দিনের নিহতের খবরে তার বাড়িতে মাতম চলছে।
নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন বলেন, ‘জীবিকার সন্ধানে ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহানেসবার্গের বরাত এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোট ভাই নিজাম উদ্দিন বাবুকে ওইখানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যার শেয়ারে রয়েছেন আরও কয়েকজন। রায়হান ও বাবু মিলে একটি প্রতিষ্ঠান দেখাশোনা করেন। সবশেষ গত ছুটিতে এসে এক মাস আগে দেশ থেকে আফ্রিকায় ফেরেন রায়হান।’
রোমন আরও বলেন, ‘স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৮টার দিকে শহর থেকে দোকানের জন্য পণ্য কিনে গাড়িযোগে দোকানের সামনে আসেন রায়হান। দোকানের পাশে গাড়িটি পার্কিং করে নামার সময় আগ থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। গুলির শব্দ শুনে দোকানের ওপরে থাকা নিজাম উদ্দিন বাবু ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁরা গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগামী দুই-তিন দিনের মধ্যে তাঁর মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।’
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে সালাউদ্দিন রায়হান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে নিহতের মরদেহ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন।
নিহত সালাউদ্দিন রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মতিপুর গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রায়হান। সালাউদ্দিনের নিহতের খবরে তার বাড়িতে মাতম চলছে।
নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন বলেন, ‘জীবিকার সন্ধানে ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহানেসবার্গের বরাত এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোট ভাই নিজাম উদ্দিন বাবুকে ওইখানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যার শেয়ারে রয়েছেন আরও কয়েকজন। রায়হান ও বাবু মিলে একটি প্রতিষ্ঠান দেখাশোনা করেন। সবশেষ গত ছুটিতে এসে এক মাস আগে দেশ থেকে আফ্রিকায় ফেরেন রায়হান।’
রোমন আরও বলেন, ‘স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৮টার দিকে শহর থেকে দোকানের জন্য পণ্য কিনে গাড়িযোগে দোকানের সামনে আসেন রায়হান। দোকানের পাশে গাড়িটি পার্কিং করে নামার সময় আগ থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। গুলির শব্দ শুনে দোকানের ওপরে থাকা নিজাম উদ্দিন বাবু ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁরা গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগামী দুই-তিন দিনের মধ্যে তাঁর মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।’
সিলেটের জকিগঞ্জে বিয়ের কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম হুসাইন আহমদ তাপাদার বাবলু (২৫)। তিনি সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমান তাপাদারের ছেলে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
৩ মিনিট আগেসাতক্ষীরার দেবহাটায় বজ্রপাতে দেবব্রত ঘোষ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বনবিবতলাসংলগ্ন বিলে জমির ধান কেটে বাড়িতে ফেরার পথে প্রাণ হারান তিনি। দেবব্রত কোঁড়া পাকড়াতলা এলাকার শিতানাথ ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরার চায়না-বাংলা হাসপাতালের কর্মচারী ছিলেন।
৫ মিনিট আগেসিলেট থেকে আত্মপ্রকাশ করল বাংলাদেশ স্বরাজ পার্টি (বিএসপি) নামের একটি নতুন রাজনৈতিক দল। আজ মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলের নেতারা দলটির লক্ষ্য, উদ্দেশ্য এবং গঠনের পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন।
৯ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউশনের অ্যাডহক কমিটি তাদের বরখাস্ত করেন। বরখাস্তকৃত দুই শিক্ষক হলেন ইনস্টিটিউশনের
২১ মিনিট আগে