Ajker Patrika

আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৫: ৪৬
আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে সালাউদ্দিন রায়হান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে নিহতের মরদেহ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন।

নিহত সালাউদ্দিন রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মতিপুর গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রায়হান। সালাউদ্দিনের নিহতের খবরে তার বাড়িতে মাতম চলছে। 

নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন বলেন, ‘জীবিকার সন্ধানে ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহানেসবার্গের বরাত এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোট ভাই নিজাম উদ্দিন বাবুকে ওইখানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যার শেয়ারে রয়েছেন আরও কয়েকজন। রায়হান ও বাবু মিলে একটি প্রতিষ্ঠান দেখাশোনা করেন। সবশেষ গত ছুটিতে এসে এক মাস আগে দেশ থেকে আফ্রিকায় ফেরেন রায়হান।’ 

রোমন আরও বলেন, ‘স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৮টার দিকে শহর থেকে দোকানের জন্য পণ্য কিনে গাড়িযোগে দোকানের সামনে আসেন রায়হান। দোকানের পাশে গাড়িটি পার্কিং করে নামার সময় আগ থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। গুলির শব্দ শুনে দোকানের ওপরে থাকা নিজাম উদ্দিন বাবু ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁরা গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগামী দুই-তিন দিনের মধ্যে তাঁর মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত