ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন ‘নিহতে’র ঘটনায় এসপিসহ ৮ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ বুধবার রাতে এই নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম। এর আগে আজ দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল হাসানের আদালতে ব্রাহ্মণবাড়িয়ায় এসপিসহ ৮ জন পুলিশকে অভিযুক্ত করে মামলার আবেদন করেছেন নয়নের বাবা রহমত উল্লাহ।
অভিযুক্তরা হলেন বাঞ্ছারামপুর থানার কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস (২৬), কনস্টেবল শফিকুল ইসলাম (৩৩), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম (৪১), পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে (৩২), উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান (৩০) ও বিকিরণ চাকমা (৩২), অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা ও পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
মামলার আবেদন বিবরণ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর লিফলেট বিতরণের সময় পুলিশ সুপার আনিসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজার নির্দেশে বাঞ্ছারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করে পুলিশ। একপর্যায়ে কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস ছাত্রদল নেতা নয়নকে গুলি করেন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হলে ওইদিন রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মান্নান পুলিশের নামের মামালার আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নয়ন মিয়ার মৃত্যুর ৫ দিন পর আদালতে মামলার আবেদন করেছেন তাঁর বাবা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৪০ থেকে ৫০ জন আইনজীবী এই মামলার শুনানিতে অংশ নেন।’
এ নিয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ নিয়ে আমি তেমন কিছু জানি না। আমাদের ঊর্দ্ধতন কর্মকর্তারা জানেন।’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন ‘নিহতে’র ঘটনায় এসপিসহ ৮ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ বুধবার রাতে এই নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম। এর আগে আজ দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল হাসানের আদালতে ব্রাহ্মণবাড়িয়ায় এসপিসহ ৮ জন পুলিশকে অভিযুক্ত করে মামলার আবেদন করেছেন নয়নের বাবা রহমত উল্লাহ।
অভিযুক্তরা হলেন বাঞ্ছারামপুর থানার কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস (২৬), কনস্টেবল শফিকুল ইসলাম (৩৩), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম (৪১), পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে (৩২), উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান (৩০) ও বিকিরণ চাকমা (৩২), অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা ও পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
মামলার আবেদন বিবরণ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর লিফলেট বিতরণের সময় পুলিশ সুপার আনিসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজার নির্দেশে বাঞ্ছারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করে পুলিশ। একপর্যায়ে কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস ছাত্রদল নেতা নয়নকে গুলি করেন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হলে ওইদিন রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মান্নান পুলিশের নামের মামালার আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নয়ন মিয়ার মৃত্যুর ৫ দিন পর আদালতে মামলার আবেদন করেছেন তাঁর বাবা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৪০ থেকে ৫০ জন আইনজীবী এই মামলার শুনানিতে অংশ নেন।’
এ নিয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ নিয়ে আমি তেমন কিছু জানি না। আমাদের ঊর্দ্ধতন কর্মকর্তারা জানেন।’
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে