Ajker Patrika

নয়ন হত্যা: এসপিসহ ৮ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন খারিজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন ‘নিহতে’র ঘটনায় এসপিসহ ৮ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ বুধবার রাতে এই নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম। এর আগে আজ দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল হাসানের আদালতে ব্রাহ্মণবাড়িয়ায় এসপিসহ ৮ জন পুলিশকে অভিযুক্ত করে মামলার আবেদন করেছেন নয়নের বাবা রহমত উল্লাহ।

অভিযুক্তরা হলেন বাঞ্ছারামপুর থানার কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস (২৬), কনস্টেবল শফিকুল ইসলাম (৩৩), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম (৪১), পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে (৩২), উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান (৩০) ও বিকিরণ চাকমা (৩২), অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা ও পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। 

মামলার আবেদন বিবরণ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর লিফলেট বিতরণের সময় পুলিশ সুপার আনিসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজার নির্দেশে বাঞ্ছারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করে পুলিশ। একপর্যায়ে কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস ছাত্রদল নেতা নয়নকে গুলি করেন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হলে ওইদিন রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল মান্নান পুলিশের নামের মামালার আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নয়ন মিয়ার মৃত্যুর ৫ দিন পর আদালতে মামলার আবেদন করেছেন তাঁর বাবা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৪০ থেকে ৫০ জন আইনজীবী এই মামলার শুনানিতে অংশ নেন।’ 

এ নিয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ নিয়ে আমি তেমন কিছু জানি না। আমাদের ঊর্দ্ধতন কর্মকর্তারা জানেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত