কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার চরপাথরঘাটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী এ অভিযান চালান। এর আগে গত বছরের অক্টোবর মাসে একই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘গত আগস্ট মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে পরিবেশের ছাড়পত্রের। সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি হচ্ছে হাঁস, মুরগি ও মাছের খাদ্য। অনুমোদনহীন এ কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ আর চারদিকে ঘুরছে ইঁদুর ও তেলাপোকা। এসব খাদ্য মাছ ও মুরগিকে খাওয়ানো হলে তা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।’ যদি আবারও কারখানায় এসব আইন না মানে পরবর্তীতে বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।
অভিযান সূত্র জানায়, গত কয়েক বছর ধরে প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগি–মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করে আসছিল প্রতিষ্ঠানটি। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি করা এসব খাদ্য মাছ ও প্রাণীকে খাওয়ানো হলে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনাও আছে। শুধু তাই নয়, লোকালয়ে এভাবে খাদ্য উৎপাদনে আশপাশে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ হওয়ায় আজ সোমবার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার চরপাথরঘাটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী এ অভিযান চালান। এর আগে গত বছরের অক্টোবর মাসে একই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘গত আগস্ট মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে পরিবেশের ছাড়পত্রের। সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি হচ্ছে হাঁস, মুরগি ও মাছের খাদ্য। অনুমোদনহীন এ কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ আর চারদিকে ঘুরছে ইঁদুর ও তেলাপোকা। এসব খাদ্য মাছ ও মুরগিকে খাওয়ানো হলে তা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।’ যদি আবারও কারখানায় এসব আইন না মানে পরবর্তীতে বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।
অভিযান সূত্র জানায়, গত কয়েক বছর ধরে প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগি–মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করে আসছিল প্রতিষ্ঠানটি। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি করা এসব খাদ্য মাছ ও প্রাণীকে খাওয়ানো হলে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনাও আছে। শুধু তাই নয়, লোকালয়ে এভাবে খাদ্য উৎপাদনে আশপাশে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ হওয়ায় আজ সোমবার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
৬ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
২০ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
২৯ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
৩৬ মিনিট আগে