টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। মুক্তিপণ না দিলে ওই শিশুকে আগুনে পুড়িয়ে মারার হুমকিও দিয়েছেন অপহরণকারী।
গতকাল রোববার বিকেলে ওই শিশুকে অপহরণ করা হয়। শিশুটির নাম মোহাম্মদ হোছাইন ওরফে সূর্য। সে হ্নীলা ইউনিয়নের লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ও ওই এলাকার সোলতান আহমেদের ছেলে।
শিশুটির পরিবার জানায়, গতকাল বিকেলে বিদ্যালয় থেকে শিশুটি বাড়ি ফিরছিল। পথে শিশুটিকে অপহরণ করা হয়। ওই দিন রাতেই অপহরণকারীরা শিশুটির বাবার মোবাইল ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়।
শিশুটির বাবা সোলতান আহমেদ জানান এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। তাঁরা জানান, সম্প্রতি উপজেলায় অপহরণের ঘটনা বেড়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের সঙ্গে সখ্যতা করে কিছু স্থানীয়রাও এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ছাড়াও রোহিঙ্গারা হাতে টমটম গাড়ি ও সিএনজি অটোরিকশা চালিয়ে যত্রতত্র দেদারসে ঘোরাঘুরি করছে। এসব গাড়ি করে অপহরণ করার অভিযোগ উঠেছে। তাই রোহিঙ্গাদের হাতে এসব গাড়ি চালানো থেকে বিরত রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।
শিশু অপহরণের বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গতকাল রাতে থানায় জিডি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত শুক্রবার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজনকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে অপহরণকারীরা। মুক্তিপণ না দেওয়ায় শনিবার রাতে এক কিশোরের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। ওই হাতসহ তাকে ফেরত পাঠায়। মুক্তিপণ না দিলে বাকিদের হত্যা করা হবে বলে পরিবারের কাছে হুমকি দিয়েছে।
কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। মুক্তিপণ না দিলে ওই শিশুকে আগুনে পুড়িয়ে মারার হুমকিও দিয়েছেন অপহরণকারী।
গতকাল রোববার বিকেলে ওই শিশুকে অপহরণ করা হয়। শিশুটির নাম মোহাম্মদ হোছাইন ওরফে সূর্য। সে হ্নীলা ইউনিয়নের লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ও ওই এলাকার সোলতান আহমেদের ছেলে।
শিশুটির পরিবার জানায়, গতকাল বিকেলে বিদ্যালয় থেকে শিশুটি বাড়ি ফিরছিল। পথে শিশুটিকে অপহরণ করা হয়। ওই দিন রাতেই অপহরণকারীরা শিশুটির বাবার মোবাইল ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়।
শিশুটির বাবা সোলতান আহমেদ জানান এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। তাঁরা জানান, সম্প্রতি উপজেলায় অপহরণের ঘটনা বেড়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের সঙ্গে সখ্যতা করে কিছু স্থানীয়রাও এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ছাড়াও রোহিঙ্গারা হাতে টমটম গাড়ি ও সিএনজি অটোরিকশা চালিয়ে যত্রতত্র দেদারসে ঘোরাঘুরি করছে। এসব গাড়ি করে অপহরণ করার অভিযোগ উঠেছে। তাই রোহিঙ্গাদের হাতে এসব গাড়ি চালানো থেকে বিরত রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।
শিশু অপহরণের বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গতকাল রাতে থানায় জিডি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত শুক্রবার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজনকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে অপহরণকারীরা। মুক্তিপণ না দেওয়ায় শনিবার রাতে এক কিশোরের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। ওই হাতসহ তাকে ফেরত পাঠায়। মুক্তিপণ না দিলে বাকিদের হত্যা করা হবে বলে পরিবারের কাছে হুমকি দিয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩৪ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
১ ঘণ্টা আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
১ ঘণ্টা আগে