Ajker Patrika

মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ

মিয়ানমার সীমান্তে কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে উপজেলার বালুখালী এলাকায় এ অভিযান চালায় বিজিবি।

বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. মেহেদী হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

মেহেদী হোসাইন জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার খবর আসে। এ খবরের ভিত্তিতে বিজিবির একটি টহলদল অভিযানে যায়। বিজিবির দলটি বালুখালী কাটাপাহাড়ে অবস্থান নেয়। এরপর ভোরে ৪-৫ জন লোক সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা গুলিবর্ষণ শুরু করে। জবাবে বিজিবিও গুলি ছোড়ে। একপর্যায়ে চোরাকারবারিরা পিছু হটে।

বিজিবির দাবি, চোরাকারবারিরা একটি বস্তা ফেলে যায়। তাঁরা নাফ নদী পার হয়ে জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমার পালিয়ে যায়। এরপর ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২ লাখ পিস ইয়াবা জব্দ করে।

বিজিবি অধিনায়ক বলেন, ‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত