Ajker Patrika

৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়ি বন্দরে ভিড়ল আরেকটি জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

এবার ৬৫ হাজার ২৫০ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল হংকংয়ের পতাকাবাহী বড় জাহাজ। মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা এটি দ্বিতীয় জাহাজ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এমভি ওয়াইএম এনডেয়াভর নামের এই জাহাজটি ২২৯ মিটার লম্বা ও ১২ দশমিক ০৫ মিটার ড্রাফটের এই জাহাজ বন্দরে নোঙর করে। 

এই বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, সকালে মাতারবাড়ি বন্দরে বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে জাহাজ এসেছে। 

এর আগে গত ২৫ এপ্রিল দেশের নৌবাণিজ্যের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ প্রবেশ করেছে বঙ্গোপসাগরের তীরে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বাস্তবায়নাধীন এই সমুদ্রবন্দরে। ২২৯ মিটার দীর্ঘ এবং সাড়ে ১২ মিটার ড্রাফটের (পানিতে নিমজ্জিত অংশের গভীরতা) পানামার পতাকাবাহী জাহাজটি বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৩ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে এসেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত