চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে এক নবজাতকের জন্ম হয়েছে। গতকাল রোববার সাদিয়া আক্তার নামের এক প্রসূতি এই মেয়েসন্তানের জন্ম দেন। তিনি জেলার হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের জহির খানের স্ত্রী।
ওই নবজাতক এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে আজীবন বিনা মূল্যে যাতায়াতের সুবিধা পাবে বলে ঘোষণা দিয়েছেন লঞ্চটির মালিক হামিদুল্লাহ সুমন।
লঞ্চের করণিক মো. দীপু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বিকেল ৫টার এমভি বোগদাদীয়া-৮ লঞ্চটি চাঁদপুর ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় লঞ্চটি ঢাকার কাছাকাছি পৌঁছায়। তখন নিচতলার ডেকে সাদিয়া আক্তার নামের এক প্রসূতির প্রসবব্যথা ওঠে। আমরা তাঁকে কেবিনে নিয়ে যাই। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটের সময় তিনি একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন। তিনি বলেন, এই খুশিতে লঞ্চের মালিক আনন্দিত হয়ে শিশুটির জন্য আজীবন বিনা মূল্যে ওই লঞ্চে যাতায়াতের ঘোষণা দিয়েছেন।
প্রসূতির আত্মীয় মৌসুমী বেগম বলেন, সাদিয়ার প্রসবব্যথা হলে তাঁকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকায় যাওয়ার কথা বলা হয়।
তাঁরা সাদিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানিয়েছেন, চাঁদপুরে নবজাতকের জন্য আইসিইউর ব্যবস্থা নেই। এ জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফলে বিকেল ৫টার লঞ্চে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন। তবে লঞ্চের মধ্যেই সাদিয়া স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম দিয়েছেন।
মৌসুমী বেগম আরও বলেন, রাতে ঢাকায় নেমে সাদিয়াকে একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১২টার লঞ্চে ঢাকা থেকে চাঁদপুরের হাইমচরে আসেন তিনি। এখন নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।
চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে এক নবজাতকের জন্ম হয়েছে। গতকাল রোববার সাদিয়া আক্তার নামের এক প্রসূতি এই মেয়েসন্তানের জন্ম দেন। তিনি জেলার হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের জহির খানের স্ত্রী।
ওই নবজাতক এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে আজীবন বিনা মূল্যে যাতায়াতের সুবিধা পাবে বলে ঘোষণা দিয়েছেন লঞ্চটির মালিক হামিদুল্লাহ সুমন।
লঞ্চের করণিক মো. দীপু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বিকেল ৫টার এমভি বোগদাদীয়া-৮ লঞ্চটি চাঁদপুর ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় লঞ্চটি ঢাকার কাছাকাছি পৌঁছায়। তখন নিচতলার ডেকে সাদিয়া আক্তার নামের এক প্রসূতির প্রসবব্যথা ওঠে। আমরা তাঁকে কেবিনে নিয়ে যাই। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটের সময় তিনি একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন। তিনি বলেন, এই খুশিতে লঞ্চের মালিক আনন্দিত হয়ে শিশুটির জন্য আজীবন বিনা মূল্যে ওই লঞ্চে যাতায়াতের ঘোষণা দিয়েছেন।
প্রসূতির আত্মীয় মৌসুমী বেগম বলেন, সাদিয়ার প্রসবব্যথা হলে তাঁকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকায় যাওয়ার কথা বলা হয়।
তাঁরা সাদিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানিয়েছেন, চাঁদপুরে নবজাতকের জন্য আইসিইউর ব্যবস্থা নেই। এ জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফলে বিকেল ৫টার লঞ্চে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন। তবে লঞ্চের মধ্যেই সাদিয়া স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম দিয়েছেন।
মৌসুমী বেগম আরও বলেন, রাতে ঢাকায় নেমে সাদিয়াকে একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১২টার লঞ্চে ঢাকা থেকে চাঁদপুরের হাইমচরে আসেন তিনি। এখন নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।
গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দুইটায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়া বিথী এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা-পুলিশ।
৮ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওঝার ভরসায় সময় শেষ করে ৪ ঘণ্টা পর হাসপাতালে নেওয়ার কারণে ওই যুবককে ভ্যাকসিন দিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।
২৫ মিনিট আগেচট্টগ্রামে হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় আলাদা দুটি হাসপাতাল নির্মাণ পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ ছাড়া কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও আছে বলে জানান তিনি।
২৮ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুস সাত্তার বাদশা (২৫) নামে এক যুবকের হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে আপন বড় ভাই রমজান আলী মিশনের (৩২) বিরুদ্ধে।
৩১ মিনিট আগে