নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে আটটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৬৮), বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মেহেদী সাকিব (১৮) ও ওমর ফারুক সানি (২৫)।
মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, ‘রোববার রাত পৌনে আটটার দিকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। পথে স্থানীয়রা জানান বাদশা নামে এক ছেলে ও তার সহযোগীরা আমার নাতি সাকিবকে মারধর করতে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এ খবরে বাদশাকে একটি থাপ্পড় দিই। এ সময় কিশোর গ্যাং লিডার মো. মোহন (১৮) ও জয়সহ ১০-১৫ জন উপস্থিত ছিল।’
বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, ‘একপর্যায়ে কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা বাদশাকে থাপ্পড় দেওয়ার কারণ জানতে চেয়ে আমাকে মারধর করে। এ ঘটনায় আমার নাতি সাকিব ও সানি আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে আটটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৬৮), বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মেহেদী সাকিব (১৮) ও ওমর ফারুক সানি (২৫)।
মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, ‘রোববার রাত পৌনে আটটার দিকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। পথে স্থানীয়রা জানান বাদশা নামে এক ছেলে ও তার সহযোগীরা আমার নাতি সাকিবকে মারধর করতে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এ খবরে বাদশাকে একটি থাপ্পড় দিই। এ সময় কিশোর গ্যাং লিডার মো. মোহন (১৮) ও জয়সহ ১০-১৫ জন উপস্থিত ছিল।’
বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, ‘একপর্যায়ে কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা বাদশাকে থাপ্পড় দেওয়ার কারণ জানতে চেয়ে আমাকে মারধর করে। এ ঘটনায় আমার নাতি সাকিব ও সানি আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।
১৩ মিনিট আগেনেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগে