নোয়াখালী প্রতিনিধি
ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া টিসিবির ৭৫০ কার্টুন তেলের ৭ হাজার লিটার সয়াবিন তেল নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়ার ৭ দিন পর তেলগুলো উদ্ধার হলো। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। চুরি যাওয়া মোট তেলের পরিমাণ প্রায় ১৪ হাজার ২০০ লিটার।
আজ সোমবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম থেকে তেলগুলো জব্দ করা হয়। কবিরহাট থানা-পুলিশের সহযোগিতায় তেলগুলো জব্দ করে রূপগঞ্জ থানা-পুলিশ।
পুলিশ বলছে, গত বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ সিটি মেইল থেকে ৭৫০ কার্টুন তেল নিয়ে রংপুরে টিসিবির আঞ্চলিক ডিপোতে যাওয়ার পথে চালকের যোগসাজশে তেলগুলো চোরাই চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে গতকাল রোববার এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে জানা যায়, তেলভর্তি গাড়িটি নোয়াখালীর চৌমুহনীতে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে, প্রথমে চৌমুহনী ও পরে কবিরহাটে ধানসিঁড়িতে পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া তেলগুলোর মধ্যে প্রায় সাড়ে ৭ হাজার তেল জব্দ করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপাত হোসেন জানান, কবিরহাটের নবগ্রামের শাহ আলম ব্যাপারী বাড়ি ও গাজীর খেয়ার নুর উদ্দিনের মুদি দোকান, দিদারের দোকানসহ কয়েকটি স্থানে তল্লাশি করে চোরাইকৃত তেলের অর্ধেক জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কবির, দিদার ও শাহআলম ব্যাপারীকে গ্রেপ্তারসহ ও বাকি তেলগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানা-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া টিসিবির ৭৫০ কার্টুন তেলের ৭ হাজার লিটার সয়াবিন তেল নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়ার ৭ দিন পর তেলগুলো উদ্ধার হলো। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। চুরি যাওয়া মোট তেলের পরিমাণ প্রায় ১৪ হাজার ২০০ লিটার।
আজ সোমবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম থেকে তেলগুলো জব্দ করা হয়। কবিরহাট থানা-পুলিশের সহযোগিতায় তেলগুলো জব্দ করে রূপগঞ্জ থানা-পুলিশ।
পুলিশ বলছে, গত বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ সিটি মেইল থেকে ৭৫০ কার্টুন তেল নিয়ে রংপুরে টিসিবির আঞ্চলিক ডিপোতে যাওয়ার পথে চালকের যোগসাজশে তেলগুলো চোরাই চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে গতকাল রোববার এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে জানা যায়, তেলভর্তি গাড়িটি নোয়াখালীর চৌমুহনীতে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে, প্রথমে চৌমুহনী ও পরে কবিরহাটে ধানসিঁড়িতে পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া তেলগুলোর মধ্যে প্রায় সাড়ে ৭ হাজার তেল জব্দ করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিপাত হোসেন জানান, কবিরহাটের নবগ্রামের শাহ আলম ব্যাপারী বাড়ি ও গাজীর খেয়ার নুর উদ্দিনের মুদি দোকান, দিদারের দোকানসহ কয়েকটি স্থানে তল্লাশি করে চোরাইকৃত তেলের অর্ধেক জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কবির, দিদার ও শাহআলম ব্যাপারীকে গ্রেপ্তারসহ ও বাকি তেলগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানা-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে চালক নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গতকাল সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বরইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। গত শুক্রবারের ওই ঘটনার পর চার দিন ধরে সমুদ্রে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।
১৩ মিনিট আগেধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আল দাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
২১ মিনিট আগেকুমিল্লার বুড়িচংয়ে একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তাঁর কিশোরী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলার কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে