Ajker Patrika

জাটকা ধরার দায়ে হাইমচরে ৬ জেলে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
জাটকা ধরার দায়ে হাইমচরে ৬ জেলে গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৬ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার মধ্য রাতে উপজেলার শাহেবগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলেদের গ্রেপ্তার করে। একই সময় জব্দ করা হয় ২৫ হাজার মিটার কারেন্টজাল।

আজ সোমবার বিকেলে এ তথ্য জানান হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুর রশীদ।

আটক জেলেরা হলেন—মো. কাউছার (২২), বিল্লাল শেখ (৩০), মো. রাসেল (২০), শাহাদাত শেখ (২৮), আরিফ বেপারী (২০), মো. দ্বীন ইসলাম (২১)। এসব জেলেদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামে।

মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ বলেন, আটক জেলেদের বিরুদ্ধে হাইমচর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের আজ দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত