Ajker Patrika

বল আনতে গিয়ে মাঠের পাশের পরিত্যক্ত ঘরে মিলল অজ্ঞাত মরদেহ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা দাউদকান্দিতে একটি পরিত্যক্ত টিনের ঘর থকে অজ্ঞাত (৩৫) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে দাউদকান্দি পৌর এলাকার মাইজপাড়া বালুর মাঠের পশ্চিম পাশে পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছে, প্রায় ৮ বছর আগে টিন দিয়ে দোচালা ঘরটি নির্মাণ করা হয়। ঘরটি নির্মাণের পর থেকে সেখানে কেউ বসবাস না করায় অযত্নে অবহেলায় ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘরটির চারপাশে ঝোপঝাড় ও অন্ধকারাচ্ছন্ন। মঙ্গলবার বিকেলে ওই ঘরের পাশে বালুর মাঠে স্থানীয় ছেলেরা প্রতিদিনের মতো ফুটবল খেলতে যায়। একপর্যায়ে ফুটবলটি পরিত্যক্ত ঘরের পাশে গিয়ে পড়ে। এ সময় খেলোয়াড়দের মধ্য থেকে কয়েকজন বলটি আনতে গিয়ে ঘরে ঢুকে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মরদেহের গলা কাপড়ের একটি চিকন অংশ দিয়ে পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে বসা অবস্থায় ছিল। পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটনে থানা-পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই কাজ করছে। তবে মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় মুখ বিকৃত হয়ে গেছে। পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা ঘরটি তুলেছে তা আমরা খতিয়ে দেখছি। এখন পর্যন্ত ঘরটি কার তার সন্ধান পাওয়া যায় নাই। তদন্ত চলছে তদন্তের পরে আপনাদের বিস্তারিত আমরা জানাতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত