Ajker Patrika

নামাজে গিয়ে হামলায় বৃদ্ধ নিহত, সন্দেহভাজন ছেলে পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নামাজে গিয়ে হামলায় বৃদ্ধ নিহত, সন্দেহভাজন ছেলে পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মসজিদে নামাজ পড়তে গিয়ে হামলার শিকার হয়ে আক্তার মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার পত্তন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আক্তার মিয়া ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। এই ঘটনার পর থেকে নিহতের প্রতিবন্ধী ছেলে সাইফুল ইসলাম (৩৫) পলাতক রয়েছে। সন্দেহভাজন হিসেবে পুলিশ তাঁকে খুঁজছে।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে যান আক্তার মিয়া। কিছুক্ষণ পর সড়কে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আক্তার মিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় আক্তার মিয়ার ছেলে সাইফুল ইসলামকে সন্দেহ করছে পরিবার। সাইফুল একজন মানসিক প্রতিবন্ধী এবং তিনি বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন। বাবার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। তাঁকে ঘটনার পর খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্দেহভাজন হিসেবে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত