Ajker Patrika

কোম্পানীগঞ্জে বিএনপি ও আ.লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ৮ 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে বিএনপি ও আ.লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ৮ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির দুই পক্ষ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার বসুরহাট বাজারে সরকারি মুজিব কলেজ গেট, হাসপাতাল গেট ও থানার সামনে এ সংঘর্ষ হয়। 

সংঘর্ষে আহতদের মধ্যে আছেন উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, ছাত্রদল নেতা সাইমুন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় রাফেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই পুলিশের টহল জোরদার করা হয়। সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার চট্টগ্রামে তারুণ্য সমাবেশে কোম্পানীগঞ্জ বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার ও সদস্যসচিব রিপন গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর সূত্র ধরে আজ বিকেলে কলেজ গেটে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষে যুবদল নেতা রাফেল, ছাত্রদল নেতা সাইমুনসহ কয়েকজন আহত হন। 

এ ঘটনার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসুরহাট বাজারে মহড়া দেন। থানার সামনে বিএনপি সমর্থকেরা তাঁদের মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব রিপন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আহত হন। 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি অভিযোগ করে বলেন, ‘বিএনপির লোকজন আমাদের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীরের ওপর হামলা করে তাঁকে আহত করেছে।’ 

তবে উপজেলা বিএনপি সদস্যসচিব রিপন দাবি করে বলেন, ‘আওয়ামী লীগের লোকজন আমিসহ আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে আহত করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত