Ajker Patrika

এক জালেই ৬০০ কেজি লাল কোরাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৬
এক জালেই ৬০০ কেজি লাল কোরাল

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এক জালেই ধরা পড়েছে প্রায় ৬০০ কেজি লাল কোরাল মাছ। মাছগুলো প্রতি মণ ২০ হাজার টাকা দামে ৩ লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী হামিদ হোসেন ও মো. ছাব্বির আহমদ। গতকাল বিকেলে মাছভর্তি ট্রলারটি সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাটে ভিড়লে স্থানীয় উৎসুক লোকজন ভিড় করে। 

জানা গেছে, গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো মাছ শিকারে যায় মোহাম্মদ আইয়ুবের মালিকানাধীন এফবি রিয়াজ ট্রলার। এতে ছিলেন মোহাম্মদ সৈয়দ মাঝির নেতৃত্বে কয়েকজন মাঝিমাল্লা। সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে গিয়ে মাছ শিকারে গিয়ে ট্রলারটি নোঙর করে জাল ফেলেন এসব জেলে। গতকাল বুধবার সকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন চ্যানেলে এসব লাল কোরাল জালে ধরা পড়ে। 

ট্রলারের চালক মোহাম্মদ সৈয়দ বলেন, প্রতিদিনের মতো সকালে কয়েকজন জেলে জাল টেনে তুলতে গিয়ে অনেক ভারী মনে হয়। পরে ট্রলারের সবাইকে নিয়ে টেনে তোলা হয় জালটি। এতে দেখা মেলে শতাধিক বেশি লাল কোরাল। প্রতিটি কোরাল ৩ থেকে ৪ কেজি করে ওজন হয়। 

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, `এক জেলের জালে অনেক লাল কোরাল ধরা পড়ার খবর পেয়েছি। সচরাচর এসব মাছ বাজারে কম পাওয়া যায়। সাগরের গভীর জলে লাল কোরাল বিচরণ করে থাকে।' অন্যান্য কোরালের তুলনায় লাল কোরালের দাম একটু বেশি বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত