দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিলঘুষি মারার প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন চেয়ারম্যানের সমর্থকেরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভের নেতৃত্বদানকারী উপজেলার ভানি ইউনিয়নের চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন ভূঁইয়া বলেন, ‘আমরা সেদিনের ঘটনায় তীব্র নিন্দা জানাই। একজন এমপি কীভাবে উপজেলা চেয়ারম্যানের ওপর হাত তুলতে পারেন?’
সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ূন কবির বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ওপর এমপি রাজী ফখরুল যে হামলা করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই। নিন্দার অংশ হিসেবে আমরা আজ মহাসড়কে বিক্ষোভ করছি।’
এ বিষয়ে কুমিল্লার দাউদকান্দি-চান্দিনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে আমরা তাঁদের সরে যেতে বলি। বেলা সাড়ে ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেছেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন-বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, রাজামেহার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সরকার, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী আশরাফ ও বরকামতা ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. শাহ আলম।
উল্লেখ্য, গত শনিবার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হওয়া মিটিংয়ে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিলঘুষি মারেন সংসদ সদস্য রাজী ফখরুল।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিলঘুষি মারার প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন চেয়ারম্যানের সমর্থকেরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভের নেতৃত্বদানকারী উপজেলার ভানি ইউনিয়নের চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন ভূঁইয়া বলেন, ‘আমরা সেদিনের ঘটনায় তীব্র নিন্দা জানাই। একজন এমপি কীভাবে উপজেলা চেয়ারম্যানের ওপর হাত তুলতে পারেন?’
সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ূন কবির বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ওপর এমপি রাজী ফখরুল যে হামলা করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই। নিন্দার অংশ হিসেবে আমরা আজ মহাসড়কে বিক্ষোভ করছি।’
এ বিষয়ে কুমিল্লার দাউদকান্দি-চান্দিনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে আমরা তাঁদের সরে যেতে বলি। বেলা সাড়ে ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেছেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন-বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, রাজামেহার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন সরকার, ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী আশরাফ ও বরকামতা ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. শাহ আলম।
উল্লেখ্য, গত শনিবার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হওয়া মিটিংয়ে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিলঘুষি মারেন সংসদ সদস্য রাজী ফখরুল।
মাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
১৮ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
২১ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
২৩ মিনিট আগে‘আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে’—এমন গুজব ছড়িয়ে ‘মব’ সৃষ্টি করে রাজধানীর গুলশানের একটি বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১২টায় তল্লাশির কথা বলে বাড়িটিতে ঢুকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট ও ভাঙচুর করে তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা
২৬ মিনিট আগে