হিমেল চাকমা, রাঙামাটি
রাঙামাটির বরকলের চান্দবী ঘাটে তিন মাসে পাঁচজনের মৃত্যু অজ্ঞাত কোনো রোগে হয়নি। কবিরাজের অপচিকিৎসায় একজনের এবং স্বাভাবিক মৃত্যু হয়েছে চারজনের। বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর এ তথ্য জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডা. মংক্যছিংয়ের নেতৃত্বে চান্দবী ঘাটে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ওই এলাকায় রোগী, রোগীর স্বজন, স্থানীয় ও মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে ডা. মংক্যছিংয়ের দাবির সত্যতা পাওয়া যায়।
সরেজমিনে চান্দবী ঘাট পাড়ায় গিয়ে দেখা গেছে, এখনো ওই এলাকার ১২ জন জ্বর ও সর্দি-কাশিতে ভুগছেন। তাঁদের মধ্যে ছয়জনের পায়ের গোড়ালিতে সরিষা বীজ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। প্রত্যক রোগীর গলায় ঝোলানো হয়েছে তাবিজ। যাঁদের পেটে ব্যথা তাঁদের পেটে ভেজা কাপড়সহ বেঁধে দেওয়া হয়েছে বিভিন্ন গাছের শিকড়। প্রত্যকের ঘরে দেখা গেছে বিভিন্ন লতা-পাতা, গাছের শিকড়। এসব শিকড় ভেজা লালচে পানিভর্তি পাতিল দেখা গেছে রোগীদের ঘরে ঘরে।
রোগী ও রোগীর স্বজনেরা বলেন, গ্রামের সবাইকে কবিরাজি চিকিৎসাসেবা দিচ্ছেন গ্রামের কারবারি ও কবিরাজ শিব রতন চাকমা। টাকা চেয়ে নেন না। কেউ স্বেচ্ছায় দিলে নেন।
তিনি রোগীদের মাছ, মাংস, ডিম, ডাল ও তেলে রান্না করা জিনিস খেতে বারণ করেছেন। রোগ নিরাময়ের জন্য তাঁরা কবিরাজের কথা মেনে চলছেন।
পশ্চিম চান্দবী ঘাটপাড়ার সাধন বিজয় চাকমা (১৯) বলেন, তিনি ২১ দিন ধরে শুধু সেদ্ধ বেগুন দিয়ে ভাত খাচ্ছেন। মরিচ, তেল, মাছ, মাংস, ডিম খেতে মানা আছে।
স্থানীয় কারবারি ও কবিরাজ শিব রতন চাকমা (৫৫) বলেন, ‘আমি তো এযাবৎ ধরে কবিরাজি চিকিৎসা করে আসছি। আমার কাছে রোগ পরীক্ষার কোনো যন্ত্র নেই। পেট ধরে যা মনে হয় তা দিয়ে চিকিৎসা করি। ভূত আতঙ্কে থাকা রোগীর চিকিৎসা করছি।’
বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর বলেন, ‘যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু স্বাভাবিক। আর ছয় বছর বয়সী যে শিশুটি মারা গেছে, তাকে কবিরাজ শিকড়ের যে রস দিয়েছিলেন তা সহ্য করতে পারেনি। তা ছাড়া জ্বর-কাশিতে আক্রান্ত রোগীদের পুষ্টিকর খাবার বন্ধ করে দেওয়ায় তাঁরা দুর্বল হয়ে পড়ে। দুর্বল হওয়ার কারণে শরীরে নানা উপসর্গ দেখা দেয়। এতে রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়ে। আসলে তিন মাসের ব্যবধানে পাঁচজনের মৃত্যুতে গ্রামের মানুষ ভয় পেয়ে গেছে।
রাঙামাটির বরকলের চান্দবী ঘাটে তিন মাসে পাঁচজনের মৃত্যু অজ্ঞাত কোনো রোগে হয়নি। কবিরাজের অপচিকিৎসায় একজনের এবং স্বাভাবিক মৃত্যু হয়েছে চারজনের। বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর এ তথ্য জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডা. মংক্যছিংয়ের নেতৃত্বে চান্দবী ঘাটে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ওই এলাকায় রোগী, রোগীর স্বজন, স্থানীয় ও মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে ডা. মংক্যছিংয়ের দাবির সত্যতা পাওয়া যায়।
সরেজমিনে চান্দবী ঘাট পাড়ায় গিয়ে দেখা গেছে, এখনো ওই এলাকার ১২ জন জ্বর ও সর্দি-কাশিতে ভুগছেন। তাঁদের মধ্যে ছয়জনের পায়ের গোড়ালিতে সরিষা বীজ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। প্রত্যক রোগীর গলায় ঝোলানো হয়েছে তাবিজ। যাঁদের পেটে ব্যথা তাঁদের পেটে ভেজা কাপড়সহ বেঁধে দেওয়া হয়েছে বিভিন্ন গাছের শিকড়। প্রত্যকের ঘরে দেখা গেছে বিভিন্ন লতা-পাতা, গাছের শিকড়। এসব শিকড় ভেজা লালচে পানিভর্তি পাতিল দেখা গেছে রোগীদের ঘরে ঘরে।
রোগী ও রোগীর স্বজনেরা বলেন, গ্রামের সবাইকে কবিরাজি চিকিৎসাসেবা দিচ্ছেন গ্রামের কারবারি ও কবিরাজ শিব রতন চাকমা। টাকা চেয়ে নেন না। কেউ স্বেচ্ছায় দিলে নেন।
তিনি রোগীদের মাছ, মাংস, ডিম, ডাল ও তেলে রান্না করা জিনিস খেতে বারণ করেছেন। রোগ নিরাময়ের জন্য তাঁরা কবিরাজের কথা মেনে চলছেন।
পশ্চিম চান্দবী ঘাটপাড়ার সাধন বিজয় চাকমা (১৯) বলেন, তিনি ২১ দিন ধরে শুধু সেদ্ধ বেগুন দিয়ে ভাত খাচ্ছেন। মরিচ, তেল, মাছ, মাংস, ডিম খেতে মানা আছে।
স্থানীয় কারবারি ও কবিরাজ শিব রতন চাকমা (৫৫) বলেন, ‘আমি তো এযাবৎ ধরে কবিরাজি চিকিৎসা করে আসছি। আমার কাছে রোগ পরীক্ষার কোনো যন্ত্র নেই। পেট ধরে যা মনে হয় তা দিয়ে চিকিৎসা করি। ভূত আতঙ্কে থাকা রোগীর চিকিৎসা করছি।’
বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর বলেন, ‘যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু স্বাভাবিক। আর ছয় বছর বয়সী যে শিশুটি মারা গেছে, তাকে কবিরাজ শিকড়ের যে রস দিয়েছিলেন তা সহ্য করতে পারেনি। তা ছাড়া জ্বর-কাশিতে আক্রান্ত রোগীদের পুষ্টিকর খাবার বন্ধ করে দেওয়ায় তাঁরা দুর্বল হয়ে পড়ে। দুর্বল হওয়ার কারণে শরীরে নানা উপসর্গ দেখা দেয়। এতে রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়ে। আসলে তিন মাসের ব্যবধানে পাঁচজনের মৃত্যুতে গ্রামের মানুষ ভয় পেয়ে গেছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে