Ajker Patrika

ধর্ষণের ভিডিও দেখিয়ে একাধিকবার টাকা দাবি, যুবক গ্রেপ্তার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ২১: ১৬
ধর্ষণের ভিডিও দেখিয়ে একাধিকবার টাকা দাবি, যুবক গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল পৌরসভায় এক গৃহবধূকে (৩২) ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় আবু বক্কর ছিদ্দিক উল্যা (৩০) নামের এক ব্যক্তিকে গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আবু বক্কর ছিদ্দিক উল্যা প্রথমে ২০২০ সালে ওই গৃহবধূকে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। এরপর তাঁর মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর স্বামী-আত্মীয়স্বজনকে ওই ভিডিও দেখানোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখান তিনি। একপর্যায়ে আবু বক্কর ২০২১ সালে প্রবাসে চলে যাবেন এবং ওই ভিডিও নিয়ে আর বাড়াবাড়ি করবেন না বলে ৫ লাখ টাকা নিয়ে যান। সাত-আট মাস প্রবাসে থেকে আবার দেশে ফিরে আসেন। ফিরে এসে আবারও আমেরিকায় যাবেন বলে গৃহবধূর কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেন। এরপর ভুক্তভোগী নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা এবং স্বর্ণালংকার বিক্রি করে ৫ লাখ ৬০ হাজার টাকা জোগাড় করে দেন।

এরপর বাকি টাকা জোগাড় করার জন্য বিষয়টি না জানিয়ে একটি ফাঁকা স্ট্যাম্পে স্বামীর স্বাক্ষর নেন ওই গৃহবধূ। পরে তাঁর স্বামী স্ট্যাম্পের বিষয়ে জিজ্ঞেস করলে ভুক্তভোগী গৃহবধূ স্বামীর কাছে সবকিছু খুলে বলেন।

এরপর ভুক্তভোগীর স্বামী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টা অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে আবু বক্কর গত বৃহস্পতিবার (১৯ মে) গৃহবধূর স্বামীকে তাঁর ব্যবসায় প্রতিষ্ঠানে যাওয়ার পথে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সোনার চেইন ও মোবাইল ফোন নিয়ে যান আবু বক্কর। এ ঘটনার পর গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রোববার রাতে আবু বক্কর ছিদ্দিক উল্যাকে গ্রেপ্তার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক উল্যাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে আবারও আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত