Ajker Patrika

লামায় বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বারপাড়ায় এই ঘটনা ঘটে। কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা আক্কেল আলীর ছেলে কালু একটি বরজে কাজ করতেন।

এলাকাবাসী জানায়, পাহাড়ে খাদ্যসংকট দেখা দেওয়ায় বন্য হাতির পাল খাবারের সন্ধানে লোকালয়ে এলে আজ শনিবার ভোর ৪টার দিকে ইছহাক মেম্বারপাড়ায় তাণ্ডব চালায়। এ সময় হাতির আক্রমণে খামার ঘরে ঘুমিয়ে থাকা মো. কালু গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নাছির উদ্দিন বলেন, ‘হাতিগুলো বাড়ি ঘেরাও করে ঘর ভাঙা শুরু করে। পরে ঘরে থাকা ধান-চাল খেয়ে ফেলে। রাত জেগে আগুন জ্বালিয়ে বাড়িঘর পাহারা দিয়ে হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।’

এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, ‘হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। বিধি মোতাবেক তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্ত শেষে মো. কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত