নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার খাল-বিলে একের পর এক ভেসে উঠছে মানুষের মরদেহ। আজ মঙ্গলবার ঘুমধুমের মন্ডলপাড়ার সাইফুল ইসলামের মৎস্য ঘেরে একটি এবং এর সামান্য দক্ষিণে তুমব্রু খালে আরেকটি লাশ ভাসতে দেখা যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় মৎস্যচাষি সাইফুল ইসলাম জানান, তাঁর মাছের ঘের দক্ষিণ ঘুমধুমের সীমান্তবর্তী ৩১ নম্বর পিলারের এপারে বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের সামান্য পশ্চিমে। যা শূন্য রেখার ২০ গজ ভেতরে এবং মিয়ানমারের ঢেকুবুনিয়া বিজিপি ক্যাম্পের উত্তর পশ্চিম পাশে।
ধারণা করা হচ্ছে, ৫ ফেব্রুয়ারি মিয়ানমারের দুই বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে মিয়ানমারের সীমান্তচৌকি ঢেকুবুনিয়া বিজিপি ক্যাম্প থেকে শতাধিক সৈনিক পালিয়ে বাংলাদেশের ঘুমধুম বিজিবি ক্যাম্পে আশ্রয় নেন। যাদের অনেকেই গুলিবিদ্ধ হন। এর মধ্যে ৮ জনকে কক্সবাজার ও চট্টগ্রামে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। হয়তো তাঁদের মধ্যে যাঁরা গুরুতর আহত হয়েছিলেন তাঁরাই তুমব্রু খাল ও আশপাশে মারা যান।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘গত সপ্তাহের প্রচণ্ড গোলাগুলিতে কত লাশ মাঠে-ঘাটে পড়ে রয়েছে তার ইয়ত্তা নেই। সীমান্তে শূন্য রেখায় ও সীমান্ত খালে ভাসছে লাশ আর লাশ। তবে দক্ষিণ ঘুমধুমে একটি লাশ মৎস্য ঘেরে পড়ে রয়েছে সেই থেকে। বিজিবি জানতে পারে এক দিন আগে। যা উদ্ধারের প্রক্রিয়া চলছে।’
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি লাশ ভাসছে বাংলাদেশের অংশে। বাকি লাশ নিয়ে এ দেশের মাথা ব্যথা নেই।’
তিনি আরও বলেন, ‘যে লাশ এপারে ভাসছে তা শূন্য রেখার ২০/৩০ গজের মধ্যে। এটি আনতে জটিলতা রয়েছে। তাই বিজিবির সহায়তা দরকার। তবুও পুলিশ মঙ্গলবার বিকেলে নিরাপদে থেকে লাশের অবস্থানস্থল দেখে আসছে। বাকি আজ-কালের মধ্যেই হবে। অর্থাৎ এ লাশ উদ্ধার করা হবে বিজিবির অনুমতির পর।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার খাল-বিলে একের পর এক ভেসে উঠছে মানুষের মরদেহ। আজ মঙ্গলবার ঘুমধুমের মন্ডলপাড়ার সাইফুল ইসলামের মৎস্য ঘেরে একটি এবং এর সামান্য দক্ষিণে তুমব্রু খালে আরেকটি লাশ ভাসতে দেখা যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় মৎস্যচাষি সাইফুল ইসলাম জানান, তাঁর মাছের ঘের দক্ষিণ ঘুমধুমের সীমান্তবর্তী ৩১ নম্বর পিলারের এপারে বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের সামান্য পশ্চিমে। যা শূন্য রেখার ২০ গজ ভেতরে এবং মিয়ানমারের ঢেকুবুনিয়া বিজিপি ক্যাম্পের উত্তর পশ্চিম পাশে।
ধারণা করা হচ্ছে, ৫ ফেব্রুয়ারি মিয়ানমারের দুই বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে মিয়ানমারের সীমান্তচৌকি ঢেকুবুনিয়া বিজিপি ক্যাম্প থেকে শতাধিক সৈনিক পালিয়ে বাংলাদেশের ঘুমধুম বিজিবি ক্যাম্পে আশ্রয় নেন। যাদের অনেকেই গুলিবিদ্ধ হন। এর মধ্যে ৮ জনকে কক্সবাজার ও চট্টগ্রামে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। হয়তো তাঁদের মধ্যে যাঁরা গুরুতর আহত হয়েছিলেন তাঁরাই তুমব্রু খাল ও আশপাশে মারা যান।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘গত সপ্তাহের প্রচণ্ড গোলাগুলিতে কত লাশ মাঠে-ঘাটে পড়ে রয়েছে তার ইয়ত্তা নেই। সীমান্তে শূন্য রেখায় ও সীমান্ত খালে ভাসছে লাশ আর লাশ। তবে দক্ষিণ ঘুমধুমে একটি লাশ মৎস্য ঘেরে পড়ে রয়েছে সেই থেকে। বিজিবি জানতে পারে এক দিন আগে। যা উদ্ধারের প্রক্রিয়া চলছে।’
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি লাশ ভাসছে বাংলাদেশের অংশে। বাকি লাশ নিয়ে এ দেশের মাথা ব্যথা নেই।’
তিনি আরও বলেন, ‘যে লাশ এপারে ভাসছে তা শূন্য রেখার ২০/৩০ গজের মধ্যে। এটি আনতে জটিলতা রয়েছে। তাই বিজিবির সহায়তা দরকার। তবুও পুলিশ মঙ্গলবার বিকেলে নিরাপদে থেকে লাশের অবস্থানস্থল দেখে আসছে। বাকি আজ-কালের মধ্যেই হবে। অর্থাৎ এ লাশ উদ্ধার করা হবে বিজিবির অনুমতির পর।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে