Ajker Patrika

নাফ নদী থেকে ৮০ হাজার ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২: ০৩
নাফ নদী থেকে ৮০ হাজার ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর জালিয়ারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ থেকে ওই সব ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। 

কামাল মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে। 

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার দিবাগত রাতে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশের সংবাদ পেয়ে পৃথক দুটি বিশেষ টহল দল নাফ নদীর জালিয়ার দ্বীপে অবস্থান নেয়। আজ শনিবার ভোররাতে দুই ব্যক্তি নাফ নদী সাঁতরে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্বীপে পৌঁছায়। এ সময় বিজিবির জওয়ানেরা তাঁদের চ্যালেঞ্জ করলে একজন মিয়ানমারের দিকে সাঁতরে পালিয়ে গেলেও অপরজনকে (কামাল হোসেন) আটক করতে সক্ষম হয়। 

কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, আটক কামাল হোসেনের হেফাজতে থাকা বস্তাটি তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা জব্দ করা হয়, যার বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত