Ajker Patrika

মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ ৬৬ জন উদ্ধার, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮: ২২
মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ ৬৬ জন উদ্ধার। ছবি: আজকের পত্রিকা
মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ ৬৬ জন উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো করা রোহিঙ্গাসহ ৬৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি রাইফেলের গুলি, একটি করে রামদা ও কিরিচ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার মো. রাশেদ (২৫), বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সালেহ আহাম্মদ (৩৫) ও তার ভাই নুরুল কবির (২৭), একই এলাকার সৈয়দ আলম (২৪) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার কামরুল ইসলাম ওরফে মো. শিপন (৩২)।

অপরদিকে উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং পাঁচজন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ভোরে টেকনাফ সমুদ্র উপকূলের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় জনৈক আব্দুল আমিনের ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে লোকজনকে জড়ো করার খবর পায় পুলিশ।

এই তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে ওই ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।’

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বাড়িটি তল্লাশি করে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো করা ৬৬ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৬১ জন উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এবং ৫ জন বাংলাদেশি নাগরিক।’ আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত