Ajker Patrika

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪০
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শনিবার রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. জাহাঙ্গীর আলম ময়মনসিংহ জেলার সদর উপজেলার পাকনীয়া গ্রামের মৃত কাজীমউদ্দিনের ছেলে। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক আজকের পত্রিকাকে জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তায় কর্তব্যরত ছিলেন মো. জাহাঙ্গীর। রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঢাকামুখী অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত