নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে যায় শিশু মো. রাহা (০৮)। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে বসত ঘরে থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মো. রাহা। এ সময় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে চারটি বসতঘর।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাপরাশীরহাট ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাহাদ কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের নূর উদ্দিন লিটনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মা রজ্জবের নেছার সঙ্গে চাপরাশিরহাটে নানা খোকনের বাড়ি বেড়াতে যায় শারীরিক প্রতিবন্ধী শিশু রাহাদ। দুপুরে গ্যাসের চুলায় রান্না বসিয়ে নানার বাড়ির লোকজন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। দুপুর ২টার দিকে হঠাৎ করে ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো ঘর ও পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের পুড়ে খোকনের ঘরে থাকা তাঁর নাতি রাহাদ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে ওই ঘরটি ছাড়াও আরও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
চাপরাশীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন টিটু বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আগামীকাল বুধবার সকালে ৫০ হাজার টাকা অর্থ সহযোগিতা করা হবে।’
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে কবিরহাট স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এর আগে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে রাহাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে যায় শিশু মো. রাহা (০৮)। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে বসত ঘরে থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মো. রাহা। এ সময় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে চারটি বসতঘর।
মঙ্গলবার দুপুরে উপজেলার চাপরাশীরহাট ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাহাদ কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের নূর উদ্দিন লিটনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মা রজ্জবের নেছার সঙ্গে চাপরাশিরহাটে নানা খোকনের বাড়ি বেড়াতে যায় শারীরিক প্রতিবন্ধী শিশু রাহাদ। দুপুরে গ্যাসের চুলায় রান্না বসিয়ে নানার বাড়ির লোকজন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। দুপুর ২টার দিকে হঠাৎ করে ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো ঘর ও পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের পুড়ে খোকনের ঘরে থাকা তাঁর নাতি রাহাদ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে ওই ঘরটি ছাড়াও আরও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
চাপরাশীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন টিটু বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আগামীকাল বুধবার সকালে ৫০ হাজার টাকা অর্থ সহযোগিতা করা হবে।’
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে কবিরহাট স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এর আগে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে রাহাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা ১৭ বছর সারা দেশে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।
৫ মিনিট আগেখাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) দুটি মিছিলের মুখোমুখি সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
৮ মিনিট আগেকক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গোপন বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়লে হোটেল সি পার্লের সামনে স্থানীয় বিএনপির শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ করেন।
১৪ মিনিট আগেক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের এক বছর উপলক্ষে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ পালন করেছে ছাত্র-জনতা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ ওড়ানোর মাধ্যমে তারা এ অনুষ্ঠান পালন করে।
১৮ মিনিট আগে