Ajker Patrika

নানার বাড়িতে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নানার বাড়িতে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে যায় শিশু মো. রাহা (০৮)। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে বসত ঘরে থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মো. রাহা। এ সময় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে চারটি বসতঘর। 

মঙ্গলবার দুপুরে উপজেলার চাপরাশীরহাট ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাহাদ কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের নূর উদ্দিন লিটনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মা রজ্জবের নেছার সঙ্গে চাপরাশিরহাটে নানা খোকনের বাড়ি বেড়াতে যায় শারীরিক প্রতিবন্ধী শিশু রাহাদ। দুপুরে গ্যাসের চুলায় রান্না বসিয়ে নানার বাড়ির লোকজন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। দুপুর ২টার দিকে হঠাৎ করে ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো ঘর ও পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের পুড়ে খোকনের ঘরে থাকা তাঁর নাতি রাহাদ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে ওই ঘরটি ছাড়াও আরও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। 

চাপরাশীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন টিটু বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আগামীকাল বুধবার সকালে ৫০ হাজার টাকা অর্থ সহযোগিতা করা হবে।’ 

কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে কবিরহাট স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এর আগে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’ 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে পুড়ে রাহাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত