Ajker Patrika

প্রাথমিকের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করল খুদে চিকিৎসকেরা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রাথমিকের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করল খুদে চিকিৎসকেরা

রাঙামাটির কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করেছে খুদে চিকিৎসকেরা। তারা কেউ ওজন মেপেছে, কেউ উচ্চতা আবার কেউ চোখের দৃষ্টিশক্তি নিরূপণ করেছে। গতকাল বুধবার এই দৃশ্য দেখা যায় উপজেলার হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

দেখে মনে হবে, বিদ্যালয়ে মেডিকেল টিম পরিচালনা করছে। আদতে তা নয়, চিকিৎসা সেবা দাতা ও গ্রহীতা একই বিদ্যালয়ের খুদে শিক্ষার্থী।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুকান্ত তঞ্চঙ্গ্যা ও অংহলাথোয়াই মারমা বলে, ‘স্যারদের নির্দেশমতো আজ আমরা খুদে ডাক্তার সেজে চিকিৎসা সেবা দিচ্ছি। কাজটি করতে আমাদের খুবই ভালো লেগেছে। ভবিষ্যতে আমরা ডাক্তার হয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিতে চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আজ খুদে ডাক্তার টিম ও কাব স্কাউট আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করছে।’

লিটন চন্দ্র দে আরও বলেন, এ সময়ের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি, কিন্ডারগার্টেন, সমপর্যায়ের মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (ওজন, উচ্চতা ও চোখের দৃষ্টিশক্তি) নিরূপণ করা হয়।

কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কাপ্তাই উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, সমপর্যায়ের মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে এই কর্মসূচি চলছে। যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে সেবার মনোভাব নিয়ে বড় হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত